ব্রুস উইলিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ উইকিউপাত্তে সরানো হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৩ নং লাইন:
| spouse = [[ডেমি মুর]] (১৯৮৭-২০০০)<br />এমা হেমিং (২০০৯-বর্তমান)
| children = ৪}}
'''ওয়াল্টার ব্রুস উইলিস''' (জন্মঃ [[১৯ মার্চ]], [[১৯৫৫]]) একজন জার্মান বংশদ্ভুত আমেরিকান অভিনেতা, প্রজোযক ও সঙ্গীতশিল্পী। তিনি “ব্রুস উইলিস” নামেই বেশি পরিচিত। তার অভিনয় জীবন শুরু হয় ডেভিড এডিসন চরিত্রে মুনলাইটিং (১৯৮৫-১৯৮৯) নামে একটি টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে। তখন থেকেই তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে একই সাথে কাজ করা শুরু করেন। তিনি মূলত কমেডি, ড্রামাটিক ও অ্যাকশন চরিত্রগুলোতে অভিনয় করেছেন। তিনি ডাই হার্ড চলচ্চিত্র সিরিজে জন ম্যাকক্লেন চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা পান যা তার চলচ্চিত্র গুলোর মধ্যে সবচেয়ে ব্যবসা সফল ও সমালোচকদের মধ্যেও দারুনদারুণ সাড়া ফেলে। এছাড়াও তিনি আরো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন যেগুলো ব্যবসায়িকভাবে সফল হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, [[পাল্প ফিকসন]] (১৯৯৪), [[১২ মান্কিস]] (১৯৯৫), [[দ্য ফিফ্থ এলিমেন্ট]] (১৯৯৭), [[আর্মাগেডন]] (১৯৯৮), [[দ্য সিক্সথ সেন্স]] (১৯৯৯), [[আনব্রেকেবল]] (২০০০), [[সিন সিটি]] (২০০৫), [[লোপার]] (২০১২), [[মুনরাইজ কিংডম]] (২০১২) এবং [[জি.আই.জো.: রিটেলিয়েসন]] (২০১৩)
 
মোসন পিকচার্স ব্রুস উইলিস সম্পর্কে লিখেছে, তিনি উত্তর আমেরিকা বক্স অফিসে $২.৬৪ বিলিয়ম মার্কিন ডলার থেকে ৩.০৫ বিলিয়নে উন্নীত হয়েছেন যা তাকে হায়েস্ট গ্রোজিং অভিনেতার তালিকায় নবম ও সহকারী অভিনেতার তালিকায় বারোতম অবস্থানে উন্নীত করেছে।<ref name="BOMlist">{{cite web|publisher=[[Box Office Mojo]]|title=People Index|url=http://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm|accessdate=June 5, 2013}}</ref><ref name="The Numbers">{{cite web|title=All Time Top 100 Stars at the Box Office|publisher=The Numbers|url=http://www.the-numbers.com/people/records/|accessdate=June 5, 2013}}</ref> তিনি দুইবার এমি পুরস্কার, গোল্ডেন গ্লোব ও চারবার সাটার্ন পুরস্কারের জন্য মনোনীত হন। উইলিস অভিনেত্রী [[ডেমি মুর|ডেমি মুরকে]] বিয়ে করেছিলেন। ২০০০ সালে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে ১৩ বছরের দাম্পত্য জীবনে তাদের তিনটি কন্যা সন্তান আছে। বর্তমানে তিনি মডেল এমঅ হেমিং এর সাথে দাম্পত্য জীবন পার করছেন ও তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
৫৬ নং লাইন:
* [[২০০৬]] সালের এপ্রিলে ফরাসি সরকার চলচ্চিত্র ইন্ড্রাস্টিতে তার অবদানের জন্য সম্মানে ভূষিত করে। তিনি একটি অনুষ্ঠানে ফরাসি অর্ডার অফ আর্টস এন্ড লেটারস এর একজন অফিসার হিসেবে মনোনীত হন। ফ্রান্সের প্রধানমন্ত্রী এক ভাষণে বলেন, “এটি হল একজন অভিনেতাকে তার অবদানের জন্য ফ্রান্সের পক্ষ থেকে সম্মান দেখানোর পন্থা। তিনি (উইলিস) আমেরিকান সিনেমায় তার অনবদ্য অবদানের মাধ্যমে পুরু বিশ্বের সামনে মানুষের আবেক ও অনুভূতি প্রকাশ করছেন।”<ref name="IMDBnews2">{{cite web |title=''Internet Movie Database'' |work=Willis Receives French Honor |url=http://www.imdb.com/name/nm0000246/news?year=2006 |date=January 12, 2006 |accessdate=May 10, 2009}}</ref>
 
* [[১৬ অক্টোবর]], [[২০০৬]] সালে তিনি হলিউড স্টার ওয়াক অফ ফেম হিসেবে সম্মানিত করেন। এই স্টারটি ৬৯১৫ হলিউড বলিভার্ডে অবস্থিত ও এটি হলিউডের ইতিহাসের ২,৩২১তম স্টার। উইলিস স্টার গ্রহনগ্রহণ অনুষ্ঠানের এক ভাষণে বলেন, “আমি সবসময় এই স্টারগুলো দেখতাম কিন্তু এগুলো কিভাবে অর্জন করা যায় তা আমার জানা ছিল না। সময় চলে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত আজ আমি এখানে ও আমি অতন্ত্য উত্তেজিত।”<ref name="WashPost">{{cite news|author=[[Associated Press]]|title=Willis Gets Hollywood Walk of Fame Star|work=The Washington Post|url=http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/10/16/AR2006101601073.html|date=October 17, 2006|accessdate=May 10, 2009}}</ref>
 
* [[২০১১]] সালে উইলিস নিউ জার্সি হল অফ ফেম হিসেবে অধিস্ঠিত হন।<ref>{{cite news|newspaper=[[The Newark Star Ledger]]}}</ref>
 
* তিনি [[১১ ফেব্রুয়ারি]], [[২০১৩]] সালে ফরাসি সংস্কৃতিক মন্ত্রনালয়মন্ত্রণালয় কর্তৃক অফিসার থেকে অর্ডারস অফ আর্টস এন্ড লেটারস এর কমান্ডার পদে উন্নীত হন।<ref>[http://www.zie.nl/video/achterklap/Hoge-Franse-onderscheiding-voor-Bruce-Willis/m1nz970fcfa1]</ref>
 
== তথ্যসূত্র ==