ডিজিটাল গ্রন্থাগার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
'''ডিজিটাল গ্রন্থাগার''' বলতে এমন ধরনের [[গ্রন্থাগার]] বোঝায় যেখানে সাহিত্যকর্ম, অন্যান্য গ্রন্থ বা যেকোন সংগ্রহই ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হয়। অর্থাৎ সাধারণ গ্রন্থাগারে যেখানে ছাপার কাগজ, মাইক্রোফর্ম বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয় ডিজিটালে সেখানে [[কম্পিউটার|কম্পিউটারের]] মাধ্যমে সফ্‌ট কপি সংরক্ষণ করা হয়। সফ্‌ট কপি সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডিজিটাল গ্রন্থাগার গড়ে তোলা যায় আবার [[আন্তর্জাল|আন্তর্জালের]] মাধ্যমে তা সমগ্র বিশ্বেও ছড়িয়ে দেয়া যায়।
 
ছাপার অক্ষরে ''ডিজিটাল লাইব্রেরি'' শব্দটি প্রথম ব্যবহার করা হয় [[১৯৮৮]] সালে [[কর্পোরেশন ফর ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ্‌স|কর্পোরেশন ফর ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ্‌সের]] একটি প্রতিবেদনে। আর এই ধারণাটি জনপ্রিয় হয়ে উঠে [[১৯৯৪]] সালের দিকে যখন [[এনএসএফ]], [[ডারপা]] এবং [[নাসা]] বিষয়টিকে জনসমক্ষে তুলে আনে। এর আগে এ ধরনের গ্রন্থাগারকে ইলেকট্রনিক গ্রন্থাগার বা অসদ (ভার্চুয়াল) গ্রন্থাগারও বলা হত এবং এখনও ক্ষেত্রবিশেষে এই শব্দ দুটি ব্যবহৃত হতে দেখা যায়। অবশ্য বর্তমানে "ইলেকট্রনিক গ্রন্থাগার" বলতে কেবল সরকারীসরকারি পোর্টালকে বোঝায়, যেমন ''ফ্লোরিডা ইলেকট্রনিক পোর্টাল''।
 
== বহিঃসংযোগ ==