ক্রীড়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
[[চিত্র:1906 Athens stadium.jpg|thumb|১৯০৬ সালের অনানুষ্ঠানিক [[অলিম্পিক ক্রীড়া]]]]
'''ক্রীড়া''' ({{lang-en|Sport}}) হচ্ছে একটি সংগঠিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, [[বিনোদন|বিনোদনধর্মী]] এবং দক্ষতাসূচক শারীরিক কার্যকলাপ প্রদর্শনের উত্তম ক্ষেত্র। [[শরীর|শারীরিক]] ও মানসিক দৃঢ়তা, কলা-কৌশল এবং সুস্থ ক্রীড়া প্রদর্শন করে একজন বিজয়ী তার অপূর্ব ক্রীড়াশৈলীর নিদর্শন রাখতে পারেন। এটি পরিচালিত হয় একগুচ্ছ নিয়ম-কানুন বা নিজস্ব চিন্তা-চেতনার মাধ্যম। খেলার প্রধান চালিকাশক্তি হচ্ছে শারীরিক সক্ষমতা, দক্ষতা ও [[মর্যাদা]] যাতে বিজয়ী এবং বিজিত পক্ষ নির্ধারিত হয়। শারীরিক সক্ষমতা হিসেবে [[মানুষ]], প্রাণীসহ বল, যন্ত্র ইত্যাদি সরঞ্জামাদি জড়িত। এছাড়াও মনঃস্তাত্তিক খেলাধূলাখেলাধুলা হিসেবে [[কার্ড গেম]] এবং [[বোর্ড গেম]] রয়েছে। এগুলোর কিছু আবার [[অলিম্পিক ক্রীড়া|আন্তর্জাতিক অলিম্পিক ক্রীড়া সংস্থা]] কর্তৃক স্বীকৃত।
 
শারীরিক ইভেন্টগুলো যেমন [[গোল (ক্রীড়া)|গোল]] করা কিংবা নির্দিষ্ট রেখা অতিক্রম করলে খেলায় ফলাফল হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও, [[ডাইভিং]], [[ফিগার স্কেটিং|ফিগার স্কেটিংয়ে]] খুব ভাল করার দক্ষতা যাচাই ও প্রদর্শন করা অন্যতম বিচার্য বিষয়। ব্যতিক্রম হিসেবে [[বডি বিল্ডিং|বডি বিল্ডিংয়ের]] মতো ইভেন্টগুলোয় দক্ষতা প্রদশর্নকে গণ্য করা হয় না।
২০ নং লাইন:
== পেশাগত খেলা ==
এককালে খেলাধূলার মূল উদ্দেশ্যই ছিল মূলতঃ চিত্ত বিনোদন। কিন্তু [[গণমাধ্যম]] এবং অবসর সময় কাটানোয় পেশাগত খেলার জুড়ি মেলা ভার। এর ফলে খেলোয়াড়দের মধ্যে অর্থ উপার্জনই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। [[পেশা|পেশাগত]] খেলায় বিনোদন নয়, বরং আর্থিকভাবে লাভবান এবং নিজ নিজ জনপ্রিয়তাই মূখ্যমুখ্য হয়ে দাঁড়িয়েছে যা প্রাচীন রীতি-নীতি হিসেবে ক্রীড়া চর্চার নির্মল বিনোদনকে নষ্ট করে দিচ্ছে।
এছাড়াও, চিত্ত বিনোদনের নতুন মাত্রা হিসেবে পুরুষ এবং মহিলা - উভয় খেলোয়াড়কেই জনপ্রিয় ও শীর্ষস্থানীয় তারকা খ্যাতি এনে দিয়েছে বর্তমানকালের গণমাধ্যম।
[[চিত্র:OHL-Hockey-Plymouth-Whalers-vs-Saginaw-Spirit.jpg|thumb|আধুনিক খেলাগুলোর নিয়ম-কানুন সুনির্দিষ্ট এবং জটিল]]
২৮ নং লাইন:
 
== মধ্যস্থতাকারী ==
বিজয়ী ও বিজিত নির্ধারণে এক বা একাধিক [[বিচারক (ক্রীড়া)|বিচারক]] থাকেন। খেলার ধরণধরন অনুযায়ী [[রেফারী]] বা মধ্যস্থতাকারীর নাম নির্ধারিত হয়। যেমনঃ [[হকি]] ও [[ক্রিকেট|ক্রিকেটে]] [[আম্পায়ার]], [[ফুটবল|ফুটবলে]] রেফারী, [[দৌঁড়|দৌঁড়ে]] বিচারক ইত্যাদি। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত এবং [[খেলোয়াড়|খেলোয়াড়দের]] অবশ্য পালনীয়।
 
== আচরণবিধি ==