আলাউদ্দিন হোসেন শাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২৪ নং লাইন:
হোসেন শাহের মূল নাম ছিল সাইদ হোসেন। ১৭৮৮ সালে লেখা ''রিয়াজুস সালাতিন'' অনুসারে তিনি [[তিরমিজ|তিরমিজের]] বাসিন্দা মক্কার শরিফ সাইদ আশরাফুল হোসাইনি আল ফাতিমি আল মাক্কির পুত্র ছিলেন। ইতিহাসবিদ [[গোলাম হোসেন সেলিম]] (''রিয়াজুস সালাতিন'' এর লেখক) ও [[মুহাম্মদ কাসিম হিন্দু শাহ]] তাকে [[সাইদ]] হিসেবে উল্লেখ করেছেন যা তার আরব বংশোদ্ভূত হওয়ার চিহ্ন বহন করে। পাশাপাশি ''সুলতান হোসেন শাহ বিন সাইদ আশরাফুল হুসাইনি'' কথাটি তার মুদ্রায় উল্লেখিত হয়েছে।<ref name=bpedia/> তবে তার বাংলায় আগমন ও সুলতান [[শামসউদ্দিন মোজাফফর শাহ|শামসউদ্দিন মোজাফফর শাহের]] [[উজির|উজিরের]] পদ লাভ করার ব্যাপারে বিস্তারিত জানা যায় না। ধরা হয় যে তিনি প্রথমে [[মুর্শিদাবাদ জেলা|মুর্শিদাবাদ জেলার]] চাঁদপারা গ্রামে বসতি স্থাপন করেন। এর কারণ হোসেন শাহের প্রথম দিকের বেশ কিছু বিবরণ এই গ্রামের আশেপাশে পাওয়া যায় এবং ১৪৯৪ সালে হোসেন শাহ কর্তৃক নির্মিত ''খেরুর মসজিদ'' এখানে অবস্থিত।<ref name=bpedia/><ref name=bpedia2>Pratip Kumar Mitra, [http://www.banglapedia.org/httpdocs/HT/K_0229.HTM Kherur Mosque], [[Banglapedia]]: The National Encyclopedia of Bangladesh, [[Asiatic Society]] of Bangladesh, [[Dhaka]], ''Retrieved: 2011-05-04''</ref><ref name=murshigov>{{cite web | url =http://murshidabad.gov.in/milestone.htm | title = Chronological History of Murshidabad | accessdate = 2011-05-04 | work = Independent Sultanate of Gauda | publisher = District Administration}}</ref> ''শেখের দীঘি'' নামক একটি জলাশয়ও তার সাথে সম্পর্কিত।<ref name=murshigov/>
 
প্রথমদিকে তিনি গোপনে বিদ্রোহীদের প্রতি সমর্থন জানালেও পরবর্তীতেপরবর্তীকালে প্রকাশ্যে তাদের নেতার ভূমিকায় অবতীর্ণ হন এবং দুর্গ অবরোধ করেন। এখানে সুলতান [[শামসউদ্দিন মোজাফফর শাহ]] কয়েক হাজার সৈনিক সমেত অবস্থান করছিলেন। ১৬ শতকের ইতিহাসবিদ [[নিজামউদ্দিন আহমেদ|নিজামউদ্দিন আহমেদের]] মতানুযায়ী, সুলতান গোপনে প্রাসাদ রক্ষীদের সাহায্যে হোসেন শাহ কর্তৃক নিহত হন। এর মাধ্যমে বাংলায় হাবশি শাসনের সমাপ্তি ঘটে।<ref name=r1/>
 
==শাসনকাল==
৫৪ নং লাইন:
 
==ধর্মীয় সহিষ্ণুতা==
হোসেন শাহের রাজত্বকাল হিন্দু প্রজাদের প্রতি উদার দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তবে আর. সি. মজুমদার দাবিমতে উড়িষ্যা অভিযানের সময় তিনি কিছু হিন্দু মন্দির ধ্বংস করেন।<ref name=r4>Majumdar, R.C. (ed.) (2006). ''The Delhi Sultanate'', Mumbai: Bharatiya Vidya Bhavan, p.634</ref> হোসেন শাহের রাজত্বকালে মধ্যযুগের সমাদৃত ধর্মগুরু [[চৈতন্য মহাপ্রভু]] ও তার অনুসারীরা [[ভক্তি]] প্রচার করেন।<ref name=r3>Majumdar, R.C. (ed.) (2006). ''The Delhi Sultanate'', Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.513-4</ref> হোসেন শাহ তার ব্যাপারে জানতে পারলে কাজিকে নির্দেশ দেন যাতে তাকে কোনো প্রকার বাধা প্রদান করা না হয়।<ref name=r4/> পরবর্তীতে তার প্রশাসনের দুজন উচ্চপর্যায়ের হিন্দু কর্মকর্তা ব্যক্তিগত সচিব (দবিরে খাস) [[রুপা গোস্বামী]] ও তার ঘনিষ্টঘনিষ্ঠ মন্ত্রী (সগির মালিক) [[সনাতন গোস্বামী]] চৈতন্য মহাপ্রভুর অনুসারী হন।<ref name=r3/>
 
{{s-start}}