মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎সহশিক্ষা কার্যক্রম: বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩০ নং লাইন:
== পরিচিতি ==
=== লোগো ===
বিদ্যালয়ের লগোটি গোলাকৃতির। যার সাদা পটভূমিতে লাল রঙের একটি বড় বৃত্ত, এবং তার অভ্যন্তরে একটি ছোট বৃত্ত। বড় বৃত্তটির ভিতরে বৃত্তাকারে বিদ্যালয়ের নাম ও অবস্থানস্বরূপ "ঢাকা" লেখা; বিদ্যালয়ের নাম এবং অবস্থানের মাঝখানে দুটো পাঁচ-মাথা-তারকা রয়েছে। ভিতরের বৃত্তের ভিতরে উর্ধ্বাংশেঊর্ধ্বাংশে বৃত্তাকারে বিদ্যালয়ের মূল মন্ত্র ''জ্ঞানই আলো'' লেখা। তার ঠিক নিচে একটি খোলা বই, তার পিছনে প্রজ্জলিত মোমবাতি। খোলা বইয়ের বাম অংশে বাংলা স্বরবর্ণের প্রথম দুটো বর্ণ "অ" এবং "আ" লেখা, আর ডান অংশে বাংলা ব্যঞ্জনবর্ণের প্রথম দুটো অক্ষর "ক" এবং "খ" লেখা।
 
== ইতিহাস ==
৪৩ নং লাইন:
== বিবরণ ==
[[File:Motijheel Govt. Boys High School entrance.jpg|thumb|মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ]]
বিদ্যালয়ের মূল ভবনেই প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর অধ্যয়ন পরিচালিত হয়। সাধারণত ৬ষ্ঠ-১০ম শ্রেণীতে ক (A), খ (B), গ (C), ঘ (D), ঙ (E);এই পাঁচটি শাখা রয়েছে, যার প্রথমোক্ত ৬ষ্ঠ শ্রেণীর ৩টি শাখার ক্লাস প্রভাতি শাখার অধীনে, এবং দ্বিতীয়োক্ত ২টি শাখার ক্লাস দিবা শাখার অধীনে এবং ১০ম শ্রেণীর ২টি শাখার ক্লাস প্রভাতি শাখার অধীনে, এবং দ্বিতীয়োক্ত ৩টি শাখার ক্লাস দিবা শাখার অধীনে পরিচালিত হয়। নবম-দশম শ্রেণীতে ক, খ ও গ শাখা [[বিজ্ঞান]] শিক্ষার জন্য বরাদ্দ করা হয়, এবং ঘ ও ঙ শাখাটি এককভাবে [[ব্যবসায় শিক্ষা|ব্যবসায় শিক্ষার]] জন্য বরাদ্দ থাকে। ১ম -৫ম শ্রেণিতে শুধুমাত্র ক ও খ শাখা আছে যা যথাক্রমে [[প্রভাতি]] ও [[দিবা]] বিভাগের অন্তর্ভূক্ত।অন্তর্ভুক্ত। বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষায় [[মানবিক]] শিক্ষার ব্যবস্থা নেই বিদ্যালয়ের এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীও আছে (প্রেক্ষিত ২০১৫)।
 
বিদ্যালয়টিতে দিবা শাখা ও প্রভাতি শাখা পরিচালনার জন্য প্রধান শিক্ষক একজন হলেও আলাদা সহকারী শিক্ষক রয়েছেন এবং আলাদা শিক্ষকমণ্ডলীও রয়েছেন। এমনকি দুই শাখার জন্য আলাদা তৃতীয় শ্রেণীর কর্মচারী ও স্টাফ রয়েছেন।