গ্র্যান্ডমাস্টার (দাবা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
[[চিত্র:ChessSet.jpg|250px|right|thumb]]
'''আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার''' [[দাবা]] খেলার সর্বোচ্চ খেতাব যা দাবা খেলার আন্তর্জাতিক সংগঠন [[ফিদে]] কর্তৃক দেওয়া হয়। [[বিশ্ব চ্যাম্পিয়ন]] হওয়া ছাড়া গ্র্যান্ডমাষ্টার হল একমাত্র পদবীখেতাব যা একজন দাবা খেলোয়াড় অর্জন করতে পারে। একবার অর্জন করার পর আজীবন একজন খেলোয়াড় এই পদবীর দাবিদার থাকেন। দাবার পরিভাষায় সংক্ষেপে এই পদবীকে বলা হয় GM। (এছাড়া দাবার অন্যান্য পদবী বা খেতাব সংক্ষেপিত হয় এই ভাবে, FM অর্থ ফিদে মাষ্টার CM অর্থ ক্যান্ডিডেট মাষ্টার IGM অর্থ ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাষ্টার।)
 
গ্র্যান্ডমাষ্টার, ইন্টারন্যাশনাল মাষ্টার এবং ফিদে মাষ্টার পদবী মহিলা ও পুরুষ উভয়েই অর্জন করতে পারে। ১৯৭৮ সালে মহিলা দাবার বিশ্ব চ্যাম্পিয়ন, Nona Gaprindashvili কে ফিদের বিশেষ বিবেচনায় গ্রান্ডমাষ্টার খেতাব দেয়া হয়।