আলাপ:হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Elias Ahmmad (আলোচনা | অবদান)
৩ নং লাইন:
== একটু জানিয়ে রাখা ভালো ==
 
এই নিবন্ধের সূচনার্থে প্রাথমিক প্রায় সম্পূর্ণ লেখাটি আমি আমার ব্লগের জন্য তৈরি করেছিলাম, যা আমি [http://soothtruth.wordpressnishachor.com/tag/হাবল-স্পেস-টেলিস্কোপ/ http://soothtruth.wordpressnishachor.com/tag/হাবল-স্পেস-টেলিস্কোপ/] -এ প্রকাশ করেছিলাম। ব্লগে, লেখাটি আমার কপিরাইটকৃত। কিন্তু এখানে আমিই তা যোগ করছি। তবে লেখাটি আমি সেজন্য কিছু ক্ষেত্রে বদলে দিয়েছি, আরো বদলাতে থাকবো ক্ষণে ক্ষণে। আর তথ্যসূত্র অবশ্যই আছে, এবং বেশিরভাগ তথ্যের উৎস HubbleSite.org। তাই তথ্যগত সত্যনিষ্ঠতা নিয়ে প্রশ্নের দরকার নেই। বরং আমি যেসব উৎস থেকে তথ্য নেইনি, সেগুলোরও রেফারেন্স যোগ করে আমার ব্লগ থেকে লেখাটিকে ব্যতিক্রম করার প্রয়াস থাকবে। তাই গুগল করে আমার ব্লগের সাথে সাজুয্য দেখে লেখাটিতে কপিরাইট সংক্রান্ত ট্যাগ সেঁটে বিতর্ক সৃষ্টির দরকার নেই। ধন্যবাদ। বিষয়টা আগেভাগেই জানিয়ে রাখা ভালো মনে করলাম। অগ্রিম চিন্তার জন্য দুঃখিত। —[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৭:৫৭, ১৬ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)
: কি করার দরকার নেই সে বিষয়ে নিজস্ব গাইডলাইন না দিয়ে, আপনি যে ব্লগের লেখাটির কপিরাইট ত্যাগ করেছেন শুধু সেটুকু উল্লেখ করলেই হবে। অনুগ্রহ করে কপিরাইট ত্যাগের বিবৃতিটুকু এখানে আলাপ পাতায় এবং সম্ভব হলে ব্লগের শেষে যোগ করুন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৬:৪৪, ১৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)
 
"হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র" পাতায় ফেরত যান।