শহীদ আফ্রিদি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১৫০ নং লাইন:
 
২০০৯ সালের জুন মাসে [[ইউনুস খান|ইউনুস খানের]] কাছে থেকে টি২০-এর [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কত্ব]] পান। কিছুদিন পরে ২০১০ সালে নিয়োগপ্রাপ্ত হন একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য। তার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের অভিষেক হয় [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কার]] বিরুদ্ধে যেখানে তার একটি শতক ও ছিল কিন্তু পাকিস্তান ম্যাচটি হেরেছিল ১৬ রানে।
 
== ব্যক্তিগত জীবন ==
আফ্রিদি বিবাহিত। সংসারে তার ৩ কন্যা সন্তান রয়েছে। মাঠের আগ্রাসী মনোভাবের মানুষটা তার পরিবারের কাছে কোমল স্বভাবের। এছাড়াও খেলোয়াড়ি জীবনেও তার মহানুভবতা প্রকাশ পেয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে অনন্য উদাহরণ সৃষ্টি করেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। রান নিতে গিয়ে সাকিব আল হাসান পড়ে যান। এই সময় নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান এই ব্যাটসম্যান।
রান আউট থেকে বাঁচার জন্য তাড়াহুড়া করতে গিয়ে সাকিবের পায়ে থাকা কেডসটি (জুতা) খুলে যায়। পরে সাকিবের এই কেডসটি নিজ হাতে তুলে দেনে আফ্রিদি।<ref>[http://www.thedaccapost.com/art.1682.da/সাকিবের%20জুতা%20এগিয়ে%20দিলেন%20আফ্রিদি%20%5Bভিডিওসহ%5D http://www.thedaccapost.com/art.1682.da/]</ref>
 
== রেকর্ড এবং সাফল্য ==