বিষাদ-সিন্ধু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{infobox book | <!-- See Wikipedia:WikiProject Novels or Wikipedia:WikiProject Books --> | name = বিষাদসিন্ধু | title_orig...
 
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে
২১ নং লাইন:
| followed_by =
}}
'''বিষাদসিন্ধু''' হল [[মীর মশাররফ হোসেন]] রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। [[বাংলা সাহিত্য|বাংলা সাহিত্যের]] জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। ৬৮০ সালে সংঘটিত [[কারবালার যুদ্ধ]] ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।
 
বিষাদসিন্ধু ১৮৮৮ থেকে ১৮৯০ সালের মধ্যে রচিত হয়। আধুনিক [[বাংলা সাহিত্য|বাংলা সাহিত্যের]] প্রথমদিককার উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। ঐতিহাসিক উপন্যাস হলেও ইতিহাসের দিক থেকে এতে উল্লেখিত সকল ঘটনা নির্ভরযোগ্য নয়।
 
এটি কাব্যিক শৈলীতে রচিত এবং এতে অনেক নাটকীয় পর্ব রয়েছে। এসময় বাংলা উপন্যাস লেখার চল খুব বেশি ছিল না। [[মীর মশাররফ হোসেন|মীর মশাররফ হোসেনসহ]] অন্যান্য লেখকরা এসময় বাংলা উপন্যাসের ধারা সৃষ্টি করছিলেন। তৎকালীন রীতি অনুযায়ী এই উপন্যাস [[সাধু ভাষা|সাধু ভাষায়]] লেখা হয়েছে। অনেক বাঙালি মুসলিম এই বইকে ধর্মীয় জ্ঞানে শ্রদ্ধা করে থাকেন, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে।
 
==মূল চরিত্র==