স্বপ্নডানায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mony.bnn (আলোচনা | অবদান)
Mony.bnn (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৬ নং লাইন:
 
'''স্বপ্নডানায়''' ({{lang-en|Swapnodanay - ''On the Wings of Dreams''}}) [[২০০৭]] সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র। পরিচালনা করেছেন [[গোলাম রাব্বানী বিপ্লব]]। [[২০০৮]] সালে [[সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশী নিবেদন|সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য]] বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
 
== কাহিনী সংক্ষেপ ==
লোকে তাকে বলে ফজলু কবিরাজ। আসলে সে হাটে হাটে মলম বিক্রি করে। তার সহযোগী দশ বছরের ছেলে রতন। একদিন হাট শেষে রতনের জন্য প্যান্ট কিনতে ফজলু পুরানো কাপড়ের দোকানে যায়। প্যান্ট কেনার পর তার পকেটে কিছু বিদেশী নোট পায়। এই নোটের দেশী মূল্যমান কত হবে, চিন্তায় পড়ে সে, স্বপ্ন দেখে তার পরিবার। টাকার মালিক হবার স্বপ্নে তার জীবনযাত্রা বদলে যায়, কাছের মানুষদের সাথে সম্পর্কের অবনতি হয়।<ref>{{cite web |url=http://www.bmdb.com.bd/movie/197/ |title=স্বপ্নডানায় (২০০৭) |accessdate=2016-01-30 }}</ref>
 
== নির্মাণ নেপথ্য ==