বহুমূত্ররোগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RockyMasum (আলোচনা | অবদান)
বহিঃসংযোগ যোগ/অপসারণ
১৩ নং লাইন:
}}
 
'''বহুমুত্র রোগ''' একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। [[দেহ|দেহযন্ত্র]] [[অগ্ন্যাশয়]] যদি যথেষ্ট [[ইনসুলিন]] তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমুত্র রোগ'। তখন রক্তে [[চিনি]] বা [[শকর্রা]]র উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হলো এ রোগের মূল কথা। [[অগ্ন্যাশয়]] থেকে নিঃসৃত [[হরমোন]] ইনসুলিন, যার সহায়তায় দেহের [[কোষ]]গুলো [[রক্ত]] থেকে [[গ্লুকোজ]]কে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, [[দেহ|দেহের]] [[টিস্যু]] ও যন্ত্র বিকল হতে থাকে।
 
== রোগ নির্ণয় ==
মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ সাধারণত ৩.৩ থেকে ৬.৯ মিলি.মোল/লি আর খাবার পর <৭.৮ মিলি.মোল/লি।কিন্তুলি। কিন্তু যদি গ্লুকোজের পরিমাণ অভুক্ত অবস্থায় ৭ মিলি.মোল/লি আর খাবার পর >১১ মিলি.মোল/লি পাওয়া যায়, তবে তার ডায়াবেটিস আছে বলে ধরে নেওয়া হয়।
 
== ধরন ==
৬৬ নং লাইন:
 
== টাইপ-২ ==
[[টাইপ-২]] বহুমুত্র রোগের পেছনে থাকে মূলত ‘[[ইনসুলিন‘ইনসুলিন রেজিস্ট্যান্স]]’।রেজিস্ট্যান্স’। টাইপ-২ রোগীরা শরীরে যে [[ইনসুলিন]] উৎপন্ন হয়, একে ব্যবহার করতে পারে না। ব্যায়াম ও খাদ্যবিধির সাহায্যে একে প্রথমে মোকাবিলা করা হয়। তবে অনেক সময় প্রয়োজন হয় মুখে খাওয়ার ঔষুধ, এমনকি ইনসুলিন ইনজেকশন। ৪০ বছর বা তারপরে এ ধরনের বহুমুত্র রোগ দেখা দেয়।
 
বিশ্বজুড়ে ২৪৬ মিলিয়ন ডায়াবেটিস রোগীর ৯০ শতাংশের বেশি হলো [[টাইপ-২]] ডায়াবেটিস। দুই ধরনের ডায়াবেটিসই গুরুতর এবং হতে পারে শিশু ও তরুণদেরও। এ জন্য ডায়াবেটিসের বিপদ-চিহ্নগুলো জানা খুবই প্রয়োজন। ‘[[মৃদু ডায়াবেটিস]]’ বলে কিন্তু কিছু নেই।
 
== অন্যান্য ধরণ ==
৭৯ নং লাইন:
* সার্বক্ষণিক ক্ষুধা ;
* স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস ;
* চোখে ঝাপসা দেখা।ৱদেখা ;
* ঘন ঘন সংক্রমণ।
 
৯৬ নং লাইন:
 
== জাতিসংঘের ঘোষণা ==
২০০৬ খ্রিস্টাব্দের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এর ৬১/২২৫ নম্বর ঘোষণায় ডায়াবেটিসকে দীর্ঘমেয়াদী, অবক্ষয়ী ও ব্যয়বহুল ব্যাধি হিসাবে বর্ণনা করে যা মানব দেহে মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে।
 
== তথ্যসূত্র ==