অ্যাঙ্গাস ফ্রেজার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
অবসর - নতুন অনুচ্ছেদ
৮৮ নং লাইন:
}}
 
'''অ্যাঙ্গাস রবার্ট চার্লস ফ্রেজার''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|এমবিই]] ({{lang-en|Angus Robert Charles Fraser}}; [[জন্ম]]: [[৮ আগস্ট]], [[১৯৬৫]]) ল্যাঙ্কাশায়ারের উইগান এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট সাবেক ইংরেজ ক্রিকেটার ও সাংবাদিক। ফেব্রুয়ারি, ২০১৪ সালে ইংল্যান্ড দল নির্বাচক হিসেবে মনোনীত হয়েছিলেন '''অ্যাঙ্গাস ফ্রেজার'''।<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/sport/0/cricket/26153056 |title=BBC Sport - Angus Fraser: England selector role for Middlesex chief |publisher=Bbc.co.uk |date=2014-02-12 |accessdate=2014-08-07}}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন। দলে তিনি মূলতঃ বোলার ছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। বর্তমানে তিনি [[Middlesex County Cricket Club|মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের]] ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।<ref name=Barrett20130818>{{cite news | url=http://www.smh.com.au/sport/cricket/robsons-pledge-to-english-cricket-complicates-home-calling-20130817-2s3is.html | title=Robson's pledge to English cricket complicates home calling | date= 18 August 2013 | first=Chris | last= Barrett | newspaper=Sydney Morning Herald}}</ref> ‘গাসি হিটার’ নামাঙ্কিত ব্যাট ব্যবহার করতেন তিনি। ১৯৯৬ সালের উইজডেন সংস্করণে তাঁকে [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটাররূপে]] ঘোষণা করা হয়।
 
== প্রারম্ভিক জীবন ==
ল্যাঙ্কাশায়ারের বিলিঞ্জ হায়ার এন্ডে জন্মগ্রহণ করেন।<ref name="Cap">{{cite book |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |page=70 |pages= }}</ref> এরপর লন্ডনের হ্যারো এলাকার গেটন হাইস্কুলে অধ্যয়ণ করেন তিনি। সমগ্র খেলোয়াড়ী জীবনে ফ্রেজার ৪৬ টেস্ট ও ৪২ ওডিআইয়ে অংশ নিয়েছেন। ক্রিকেট ধারাভাষ্যকার কলিন ব্যাটম্যান ফ্রেজার সম্পর্কে মন্তব্য করেন যে, বিশ্বস্ত, বুদ্ধিমান ও পরিশ্রমী বোলার ছিলেন।<ref name="Cap"/>
 
ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করলেও ১৯৮৪ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] [[Greater London County Cricket Club|গ্রেটার মিডলসেক্সেরলন্ডনের]] প্রতিনিধিত্ব করেছেন তিনি। তন্মধ্যে ২০০১ থেকে ২০০২ সালে অবসরের পূর্ব-পর্যন্ত ক্লাবের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্বে ছিলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৯৩-৯৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্মরণীয় সাফল্য পান। ব্রিজটাউনের বার্বাডোস টেস্টে স্বাগতিক [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে ৮/৭৫ লাভের মাধ্যমে দলকে জয়লাভে সহায়তা করেন। এরফলে অর্ধ-শতকেরও অধিক সময় ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের অপরাজিত থাকার রেকর্ডে ছেদ ঘটে। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] একই প্রতিপক্ষের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টে সেরা বোলিং পরিসংখ্যান গড়েন। ১৯৯৭-৯৮ মৌসুমে ত্রিনিদাদ ও টোবাগোয় অনুষ্ঠিত ঐ [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] ৮/৫৩ লাভ করলেও ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ও [[কার্ল হুপার]] [[ম্যান অব দ্য ম্যাচ|ম্যান অব দ্য ম্যাচের]] [[পুরস্কার]] লাভ করেন।
 
[[একদিনের আন্তর্জাতিক|ওডিআইয়ে]] নিজস্ব সর্বোচ্চ [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ৩৮* করেন [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে [[স্টিভ ওয়াহ|স্টিভ ওয়াহ’র]] বলে বিশাল [[Boundary (cricket)|ছক্কা]] হাঁকালেও ১৯৯০-৯১ [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] স্বাগতিক [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] কাছে ৩ [[রান (ক্রিকেট)|রানের]] নাটকীয় পরাজয়ের স্বাদ পায় ইংল্যান্ড দল। ১৯৯৮ সালে সফরকারী [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে চমকপ্রদ ব্যাটিং করেন। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ উইকেটে [[Robert Croft|রবার্ট ক্রফটের]] সাথে জুটি গড়ে খেলাটিকে ড্রয়ের দিকে নিয়ে যান।
 
== অবসর ==
২০০২ সালে ক্রিকেট খেলা থেকে অবসর নেয়ার পর ২০০৯ সাল পর্যন্ত ‘দি ইন্ডিপেন্ডেন্ট’ সংবাদপত্রে ক্রিকেট সংবাদদাতা হিসেবে কাজ করেন।
২০০২ সালে ক্রিকেট খেলা থেকে অবসর নেয়ার পর ২০০৯ সাল পর্যন্ত ‘[[The Independent|দি ইন্ডিপেন্ডেন্ট]]’ সংবাদপত্রে ক্রিকেট সংবাদদাতা হিসেবে কাজ করেন। পরবর্তীতে মিডলসেক্স ক্লাবের নতুন সৃষ্টপদ ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এছাড়াও নিয়মিতভাবে বিবিসি‘র টেস্ট ম্যাচ স্পেশালে ও স্কাই স্পোর্টসে ক্রিকেট [[pundit (expert)|পণ্ডিতের]] ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন তিনি।
 
বর্তমানে তিনি পিনার এলাকায় আলেকজান্ডার ও বেথান নামীয় সন্তান ও স্ত্রী সহযোগে বসবাস করছেন। ২০০৮ সালে জন লায়ন স্কুলের অনূর্ধ্ব-১৫ মিডলসেক্স স্কুলস অ্যাসোসিয়েশন কাউন্টি কাপে প্রথমবারের মতো ব্যবস্থাপকীয় ভূমিকায় অবতীর্ণ হন। ঐ বিদ্যালয়েই তার সন্তান অধ্যয়ণ করে। বর্তমানে অ্যাঙ্গাস মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেট পরিচালক ও ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন।
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
== আরও দেখুন ==
* [[আইসিসি পুরস্কার]]
* [[নীল ফেয়ারব্রাদার]]
* [[অরবিন্দ ডি সিলভা ]]
* [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার]]
 
== বহিঃসংযোগ ==