মোনা লিসা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tafhim Mahmud (আলোচনা | অবদান)
Rahul amin roktim (আলোচনা | অবদান)
অংকন ঠিক করা হল
১৭ নং লাইন:
| museum=[[Musée du Louvre]]}}
 
'''মোনা লিসা''' (ভুলভাবে '''মোনালিসা''') (ইংরেজি:'''''Mona Lisa''''' (ইতালীয়:'''''La Gioconda''''' বা ফরাসী: '''''La Joconde''''', বা '''''Portrait of Lisa Gherardini, wife of Francesco del Giocondo''''')<ref name="Louvre">{{cite web|accessdate=11 March 2012|url= http://www.louvre.fr/en/oeuvre-notices/mona-lisa-–-portrait-lisa-gherardini-wife-francesco-del-giocondo|title=Portrait of Lisa Gherardini, wife of Francesco del Giocondo |publisher=[[Musée du Louvre]]}}</ref>)একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। ইতালীর শিল্পী [[লিওনার্দো দা ভিঞ্চি]] ১৬ শতকে এই ছবিটি অংকনঅঙ্কন করেন। ধারণা করা হয়, বিখ্যাত এই ছবিটি মোনা লিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ স্মরণে অঙ্কিত হয়। অনেক শিল্প-গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন। শিল্পকর্মটি [[ফ্রান্স|ফ্রান্সের]] [[লুভ্র্‌ যাদুঘর|ল্যুভ জাদুঘরে]] সংরক্ষিত আছে।
 
== ইতিহাস ==
লিওনার্দো দা ভিঞ্চি [[১৫০৩]] থেকে [[১৫০৬]] খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনা লিসার এই ছবিটি আঁকেন। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনা লিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে এটি [[প্যারিস|প্যারিস শহরের]] [[লুভ্র্‌ যাদুঘর|ল্যুভ জাদুঘরে]] রাখা আছে। এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন। আর তিনি নিজেই বলতেন এটি হলো আমার সেরা শিল্পকর্ম।
অবশ্য মোনা লিসাকে নিয়ে অনেক ধারণা আছে। কিছু গবেষক মনে করেন মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির মা আবার কেউ মনে করেন মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির বান্ধবী। তবে সাম্প্রতিক এক কম্পিউটার পরীক্ষায় দেখা গেছে মোনা লিসা'র সাথে লিওনার্দো দ্য ভিঞ্চির কিছুটা মিল রয়েছে। তাই মনে করা হয় হয়তো মোনা লিসা চিত্র কর্মটি না ছেলে না মেয়ে।
বর্তমান সময়ের বিখ্যাত লেখক [[ড্যান ব্রাউন]] এর রচয়িত বিখ্যাত বই [[দ্য দা ভিঞ্চি কোড]] প্রকাশিত হবার পর মোনা লিসা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা'র পরীবর্তন ঘটতে শুরু করেছে এবং মানুষের মনে নতুন রহস্য সৃষ্টি হয়েছে।
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
== বহিঃসংযোগ ==
* [http://www.latrobe.edu.au/news/articles/2008/podcasts/the-mona-lisa-with-donald-sassoon/transcript The Mona Lisa with Professor Donald Sassoon] podcast interview with Donald Sassoon on the [[La Trobe University]] website
* Roni Kempler: [http://sites.google.com/site/asilanomehtsiohw/ Who the Mona Lisa Is], Google Site, 2015.