মহাকাশযান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বর্ধন
বানান
১ নং লাইন:
[[Image:Discovery_open.jpg|thumb|আইএসএস থেকে দৃশ্যমান ডিসকভারি নামতনামক নভোখেয়াযান]]
'''নভোযান''' এক ধরণের যান বা যন্ত্র যা [[মহাশূন্য উড্ডয়ন|মহাশূন্য উড্ডয়নের]] জন্য বিশেষভাবে নকশাকৃত। কখনও কখনও নভোযান পৃথিবী থেকে উৎক্ষিপ্ত হয়ে বহিঃস্থ মহাশূন্যে প্রবেশ করে এবং পরে আবার পৃথিবী তথা গ্রহীয় তলে ফিরে আসে। একটি পূর্ণ কক্ষপথ তৈরী করতে পারেনা বিধায় একে অর্ধ কক্ষীয় মহাশূন্য উড্ডয়ন বলা হয়ে খাকে। কক্ষীয় মহাশূন্য উড্ডয়নের ক্ষেত্রে নভোযান গ্রহের চারদিকে একটি বদ্ধ কক্ষপথে প্রবেশ করে এবং একে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। আবার রোবট নিয়ন্ত্রিত মহাশূন্য অভিযানের জন্য ব্যবহৃত নভোযানগুলো স্বতঃস্ফূর্তভাবে বা রোবটের মাধ্যমে দূর নিয়ন্ত্রিত হয়ে চলে। রোবট নিয়ন্ত্রিত নভোযানের মধ্যে যেগুলো গ্রহের কক্ষপথ ছাড়িয়ে মহাবুশ্বের পানে যাত্রা করে তাদেরকে [[মহাশূন্য সন্ধানী যান]] বলা হয়। আর যেগুলো গ্রহের কক্ষপথে আবর্তনরত থাকে তাদেরকে বলা হয় [[কৃত্রিম উপগ্রহ]]।