গাজী মাজহারুল আনোয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''গাজী মাজহারুল আনোয়ার''' (জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৪৩)বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।<ref>[http://roddurbangla.com/r15/index.php/2014-09-09-18-30-49/184-2014-10-06-11-27-28 কালজয়ী গানের স্রষ্টা, ২০১৫]
</ref>
==জন্ম ও শৈশব==
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। <ref>[http://mzamin.com/details.php?mzamin=MTIxNTk=&s=NQ== গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন, দৈনিক মানবজমিন]
</ref>
==পেশাজীবন==
২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। ১৯৬৫ সাল থেকে যুক্ত হন চলচ্চিত্রে। সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন।