জাপান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৫৪ নং লাইন:
জাপানের শ্রমিকসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লক্ষ। এদের মধ্যে ৪০%-ই নারী। প্রায় ১ কোটি শ্রমিক কোন না কোন শ্রমিক সঙ্ঘের সাথে জড়িত।
===অর্থনৈতিক ইতিহাস===
আধুনিক জাপানের অর্থনৈতিক বিকাশ শুরু হয়েছিল [[এদো যুগ|এদো যুগে]]। এদো যুগের অধুনা বিদ্যলাম শিল্প উপাদানগুলির মধ্যে [[কাইদো|সড়ক]] ও জলপথ এবং [[ফিউচার্স কনট্র্যাক্টস]], ব্যাংকিং ও [[ওসাকা রাইস ব্রোকারস|ওসাকা রাইস ব্রোকারসের]] বিমাগুলির মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি উল্লেখযোগ্য।<ref>{{cite book |title=The Origins of Japanese Trade Supremacy |author=Howe, Christopher |publisher=Hurst & Company |year=1996 |isbn=1-85065-538-3|pages=58f}}</ref> ১৮৬৮ সাল থেকে মেইজি যুগে জাপানের অর্থনীতি প্রসার লাভ করে। এই সময় জাপান [[বাজার অর্থনীতি|বাজার অর্থনীতিকে]] গ্রহণ করেছিল।<ref>{{cite book|last=Totman|first=Conrad|title=A History of Japan ''(2nd ed.)''|year=2005|publisher=Blackwell|isbn=1-4051-2359-1|pages=312–314}}</ref> Many of today's enterprises were founded at the time, and Japan emerged as the most developed nation in Asia.<ref>{{cite book|last=McCargo|first=Duncan|title=Contemporary Japan|year=2000|publisher=Macmillan|isbn=0-333-71000-2 |pages=18–19}}</ref> ১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত জাপানের সার্বিক অর্থনৈতিক বিকাশকে বলে হয় [[জাপানের যুদ্ধোত্তর অর্থনৈতিক বিস্ময়]]। এই বৃদ্ধির হার ১৯৬০ ও ১৯৭০-এর দশকে ছিল ৭.৫ এবং ১৯৮০-এর দশক ও ১৯৯০-এর দশকের গোড়ার দিকে ছিল ৩.২।<ref>{{cite journal|last=Ryan|first=Liam|title=The "Asian economic miracle" unmasked: The political economy of the reality|journal=International Journal of Social Economics|date=January 1, 2000|volume=27|issue=7–10|pages=802–815|doi=10.1108/03068290010335235}}</ref>
 
১৯৯০-এর দশকে [[জাপানিজ অ্যাসেট প্রাইস বাবল]] ও শেয়ার বাজার ও রিয়েল এস্টেট বাজার থেকে স্পেকুলেটিক এক্সেস আরোপ করার সরকারী নীতি ফলস্রুতিতে যে [[লস্ট ডিকেড (জাপান)|"লস্ট ডিকেডে"র]] ঘটনা ঘটে, তার ফলে আর্থিক বৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছিল। বৃদ্ধির হার বাড়ানোর প্রচেষ্টা ব্যর্থ হয় এবং [[ডট-কম বাবল|২০০০ সালের বিশ্বজনীন মন্দার]] প্রেক্ষিতে তা আরও হ্রাস পায়।<ref name="cia"/> ২০০৫ সালের পর অর্থনৈতিক বৃদ্ধি আবার শুরু হয়। সেই বছরের জিডিপি বৃদ্ধির হার ছিল ২.৮%, যা সেই বছরের মার্কিন যুক্তরাষ্ট্র বা [[ইউরোপীয় ইউনিয়ন|ইউরোপীয় ইউনিয়ের]] বৃদ্ধির হারকে ছাপিয়ে যায়।<ref>{{cite news|last=Masake|first=Hisane|title=A farewell to zero|url=http://www.atimes.com/atimes/Japan/HC02Dh01.html|accessdate=January 16, 2011|newspaper=Asia Times|date=March 2, 2006}}</ref>
 
২০১২ সালের হিসেব অনুসারে, [[নামমাত্র জিডিপি]] অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পর জাপানই বিশ্বের তৃতীয় বৃহত্তম জাতীয় অর্থনীতি।<ref>{{Cite news| title=China confirmed as World's Second Largest Economy|newspaper=[[The Guardian]] | date=January 21, 2011| url=http://www.guardian.co.uk/business/2011/jan/21/china-confirmed-worlds-second-largest-economy| accessdate=January 21, 2011 | first=James | last=Inman | location=London}}</ref> এবং [[ক্রয়ক্ষমতা সাম্য|ক্রয়ক্ষমতা সাম্যের]] হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পর চতুর্থ বৃহত্তম জাতীয় অর্থনীতি।<ref name=imf2>{{cite web |title=Japan|publisher=International Monetary Fund|accessdate=April 15, 2015 |url=http://www.imf.org/external/pubs/ft/weo/2015/01/weodata/weorept.aspx?sy=2015&ey=2015&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&pr1.x=11&pr1.y=13&c=193%2C941%2C122%2C946%2C124%2C137%2C156%2C181%2C423%2C138%2C935%2C196%2C128%2C142%2C939%2C182%2C172%2C135%2C132%2C576%2C134%2C936%2C174%2C961%2C532%2C184%2C176%2C144%2C178%2C146%2C436%2C528%2C136%2C112%2C158%2C111%2C542&s=NGDPD%2CNGDPDPC&grp=0&a=}}</ref> ২০১৩ সালের হিসেব অনুসারে, জাপানের [[সরকারি ঋণ|সরকারি ঋণের]] পরিমাণ দেশের বার্ষিক মোট আভ্যন্তরিণ উৎপাদনের ২০০ শতাংশেরও বেশি বলে অনুমান করা হয়েছে, যা বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তম।<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2186rank.html|publisher=CIA|title=World Factbook, Country comparison: Public debt|accessdate=July 8, 2015}}</ref> ২০১১ সালে [[মুডি’জ]] রেটিং জাপানের দীর্ঘমেয়াদি সার্বভৌম ঋণ রেটিং এক নচকে এএ৩ থেকে কমিয়ে এএ২ করেছে দেশের ঘাটতি ও ধার করার মাত্রা অনুসারে। ২০০৯ সালে বিশ্বজনীন মন্দা এবং ২০১১ সালের মার্চে ভূমিকম্প ও সুনামির ফলে যে বিশাল বাজেট ঘাটতি ও সরকারি ঋণ বৃদ্ধি পায় তা রেটিং-এর হারকে কমিয়ে দেয়।<ref>{{cite news |url=http://www.bbc.co.uk/news/business-14625969 |title=Moody's cuts Japan's debt rating on deficit concerns |date=August 24, 2011 |work=BBC News}}</ref>
 
===রফতানি===
===আমদানি===