কালী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান বাংলায় রুপান্তর করেছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৯ নং লাইন:
''[[পুরাণ]]'' ও ''তন্ত্র'' গ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। তবে সাধারণভাবে তাঁর মূর্তিতে চারটি হাতে খড়্গ, অসুরের ছিন্নমুণ্ড, বর ও অভয়মুদ্রা; গলায় মানুষের মুণ্ড দিয়ে গাঁথা মালা; বিরাট জিভ, কালো গায়ের রং, এলোকেশ দেখা যায় এবং তাঁকে তাঁর স্বামী [[শিব|শিবের]] বুকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
 
''ব্রহ্মযামল'' মতে, কালী [[বঙ্গ|বঙ্গদেশের]] অধিষ্ঠাত্রী দেবী।<ref>“‘ব্রহ্মযামলে’ আছে – কালিকা বঙ্গদেশে চ; অর্থাৎ, বঙ্গে দেবী কালিকা বা কালী নামে পূজিতা হন।” (সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ''শক্তিরঙ্গ বঙ্গভূমি'', আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৯১, পৃ. ১১০)</ref> কালীর বিভিন্ন রূপভেদ আছে। যেমন – '''[[দক্ষিণাকালী]]''', '''[[শ্মশানকালী]]''', '''[[ভদ্রকালী]]''', '''[[রক্ষাকালী]]''', '''[[গুহ্যকালী]]''', '''[[মহাকালী]]''', '''[[চামুণ্ডা]]''' ইত্যাদি। আবার বিভিন্ন মন্দিরে "ব্রহ্মময়ী", "ভবতারিণী", "আনন্দময়ী", "করুণাময়ী" ইত্যাদি নামে কালীপ্রতিমা প্রতিষ্ঠা ও পূজা করা হয়।<ref>সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ''শক্তিরঙ্গ বঙ্গভূমি'', আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৯১, পৃ. ১১০</ref> [[আশ্বিনকার্তিক]] মাসের [[অমাবস্যা]] তিথিতে [[কালীপূজা|দীপান্বিতা কালীপূজা]] বিশেষ জাঁকজমক সহকারে পালিত হয়। এছাড়া [[মাঘ]] মাসে রটন্তী কালীপূজা ও [[জ্যৈষ্ঠ]] মাসে ফলহারিণী কালীপূজাও বিশেষ জনপ্রিয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যা এবং প্রতি [[মঙ্গলবার]] ও [[শনিবার|শনিবারে]] কালীপূজা হয়ে থাকে।
 
কালী দেবীর উপাসকরা হিন্দু বাঙালি সমাজে বিশেষ সম্মান পেয়ে থাকেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন [[রামকৃষ্ণ পরমহংস]] ও তাঁর শিষ্য [[স্বামী বিবেকানন্দ]], [[রামপ্রসাদ সেন]], [[কমলাকান্ত ভট্টাচার্য]] প্রমুখ। কালীকে বিষয়বস্তু করে রচিত "[[শ্যামাসংগীত]]" বাংলা সাহিত্য ও সংগীত ধারার একটি গুরুত্বপূর্ণ বর্গ। রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ কালী সাধকেরা এবং [[কাজী নজরুল ইসলাম]], [[দ্বিজেন্দ্রলাল রায়]] প্রমুখ বিশিষ্ট কবিরা অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত লিখেছেন। "[[মৃত্যুরূপা কালী]]" হল দেবী কালীকে নিয়ে স্বামী বিবেকানন্দের লেখা একটি বিখ্যাত দীর্ঘকবিতা। [[ভগিনী নিবেদিতা]] ''[[মাতৃরূপা কালী]]'' নামে একটি কালী-বিষয়ক বইও রচনা করেছিলেন।
'https://bn.wikipedia.org/wiki/কালী' থেকে আনীত