অরনিকো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কাজ শেষ
১ নং লাইন:
{{কাজ চলছে}}
[[Image:Statue of Araniko in Miaoying Temple.jpg|thumb|right|বেইজিং শিহরে অবস্থিত মিয়াওয়িং মন্দিরে অবস্থিত অরনিকোর মূর্তি]]
'''অরনিকো''' ({{lang-ne|अरनिको}}; {{lang-zh|阿尼哥}}) (১২৪৫-১১ মার্চ, ১৩০৬) একজন নেপালী স্থপতি, ভাস্কর তথা চিত্রশিল্পী ছিলেন, যিনি [[নেপাল|নেপালের]] [[মল্ল রাজবংশ|মল্ল রাজা]] [[জয়ভীম দেব|জয়ভীম দেবের]] নির্দেশে [[তিব্বত]] ও [[ইউয়ান রাজবংশ|ইউয়ান সাম্রাজ্য]] বৌদ্ধ স্তূপ নির্মাণের জন্য যাত্রা করে চীনা শিল্পকে হিমালয়ের পার্বত্য অঞ্চলের শিল্পের দ্বারা প্রভাবিত করেন।
১৯ ⟶ ১৮ নং লাইন:
চীনে অরনিকো তাঁর ভিক্ষুজীবন ত্যাগ করে পুনরায় বিবাহ করেন। তাঁর নেপালী পত্নী ছাড়াও দুইজন মঙ্গোল পত্নী ও সাতজন চীনা পত্নী ছিল। তাঁর মোট ছয়জন পুত্র ও আটজন কন্যা সন্তানের জন্ম হয়। ১৩০৬ খ্রিস্টাব্দের ১১ই মার্চ ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। সাতদিন পরে নেপালী ঐতিহ্যে তাঁর শবদেহ দাহ করা হয় এবং তাঁর অস্থিভস্ম গাংজিইউয়ানের স্তূপে সমাধিস্থ করা হয়।<ref name=ChengJufu />
 
== পরবর্তী সম্মান ==
নেপাল সরকার অরনিকোর সম্মানার্থে ডাকটিকিট প্রকাশ করেন।<ref name= "Rajan">Rajan's Postage Stamps of Nepal Page [http://www.rajan.com/stamps/st1972.htm]. Retrieved 8 Dec, 2011.</ref> নেপালের [[অরনিকো মহাসড়ক]] তাঁর নামে নামাঙ্কিত।
 
== পাদটীকা ==