বাকাটক রাজবংশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
সম্পাদনা সারাংশ নেই
৪১ নং লাইন:
 
== প্রতিষ্ঠা ==
বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা [[বিন্ধ্যশক্তি]] সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। অজন্তার ষোল নম্বর গুহার শিলালিপিতে তাঁকে দ্বিজ বা ব্রাহ্মণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই লিপি থেকে জানা যায় যে, তাঁর বিশাল অশ্বারোহী বাহিনী ছিল এবং তাঁকে প্রচণ্ড লড়াই করে ক্ষমতা লাভ করতে হয়েছিল। যদিও পুরাণে তাঁকে [[বিদিশা|বিদিশার]] শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে ঐতিহাসিকরা তা সত্য বলতে মানেননি।<ref name=Mahajan>Mahajan V.D. (1960, reprint 2007) ''Ancient India'', New Delhi: [[S.Chand]], ISBN 81-219-0887-6</ref>{{rp|৫৮৭-৫৮৮}} [[বিন্ধ্যশক্তি|বিন্ধ্যশক্তির]] পরে তাঁর পুত্র [[প্রথম প্রবরসেন]] সিংহাসনলাভ করেন এবং দক্ষিণ ও উত্তর ভারত ধিকার করে তিনি সম্রাট উপাধি গ্রহণ করেন। তিনি [[নর্মদা নদী]] পেরিয়ে সিসুক নামক এক রাজার শাসনাধীন পুরিক রাজ্য অধিকার করেন। মনে করা হয়, তিনি দক্ষিণ কোশল, কলিঙ্গ ও অন্ধ্রের বিস্তীর্ণ অঞ্চল নিজ অধিকারে আনেন। [[প্রথম প্রবরসেন]] ব্রাহ্মণ্য ধর্মানুলম্বী ছিলেন, যিনি অগ্নিষ্টোম, অপ্তোর্যম, উখথ্য, শোদাসিন, অতিরাত্র, বাজপেয়, বৃহস্পতিসব, সদ্যস্ক্র ও চার বার [[অশ্বমেধ]] যজ্ঞ সম্পাদন করেন। তাঁর পুত্র গৌতমীপুত্রের সঙ্গে রাজা ভবনাগের কন্যার বিবাহ হয়, কিন্তু [[প্রথম প্রবরসেন|প্রথম প্রবরসেনের]] মৃত্যুর পূর্বেই গৌতমীপুত্রের মৃত্যু হলে, গৌতমীপুত্রের পুত্র [[প্রথম রুদ্রসেন (বাকাটক)|প্রথম রুদ্রসেন]] পরবর্তী রাজা হন। [[প্রথম প্রবরসেন|প্রথম প্রবরসেনের]] অপর পুত্র [[সর্বসেন]] [[ওয়াশিম|বৎসগুল্ম]] নামক স্থানে রাজধানী অপর একটি রাজ্য স্থাপন করেন।<ref name=Mahajan/>{{rp|৫৮৮}}
 
== তথ্যসূত্র ==