সত্যজিৎ রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Arr4 (আলোচনা | অবদান)
Arr4 (আলোচনা | অবদান)
২৪ নং লাইন:
 
=== প্রাথমিক জীবন ===
[[চিত্র:Sukumar Ray and his wife.jpg|thumbnail|সত্যজিৎ রায়ের বাবা [[সুকুমার রায়]] এবং মা সুপ্রভা দেবী]]
[[চিত্র:Satyajit young 3.jpg|thumbnail|left|শৈশবের সত্যজিৎ রায়]]
[[চিত্র:Satyajit-Ray-Young.jpg|thumbnail|২২ বছর বয়সী সত্যজিৎ]]
সত্যজিৎ রায়ের বংশানুক্রম প্রায় দশ প্রজন্ম অতীত পর্যন্ত বের করা সম্ভব। <ref>{{Harvnb|Seton|1971|p=36}}</ref> তার আদি পৈত্রিক ভিটা বর্তমান বাংলাদেশের [[কিশোরগঞ্জ জেলা|কিশোরগঞ্জ জেলার]] কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। এখানে তাদের পৈত্রিক বাড়িটি এখনও রয়েছে যেখানে সত্যজিতের পিতামহ [[উপেন্দ্রকিশোর রায়চৌধুরী]] এবং বাবা [[সুকুমার রায়]] দুজনেরই জন্ম হয়েছিল। [[১৯৪৭]] সালে ভারত বিভাগের অনেক আগেই উপেন্দ্রকিশোর সপরিবারে কলকাতা চলে যান। বর্তমানে তাদের প্রায় ৪ একরের এই বিশাল জমি ও বাড়ি বাংলাদেশ সরকারের রাজস্ব বিভাগের অধীনে রয়েছে এবং তারা এই বাড়িকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনা নিচ্ছেন। এছাড়া সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরি কিশোর রায় চৌধুরী প্রায় ২০০ বছর আগে মসূয়া গ্রামে শ্রীশ্রী কালভৈরব পূজা উপলক্ষ্যে একটি মেলার আয়োজন করেছিলেন। এখনও প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবার এই মেলা পালিত হয়ে আসছে।<ref>[http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a7c53b2dc045f6388490b39d067c24e3&nttl=20120509100256110374 সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটা কটিয়াদীতে বৈশাখী মেলা], বাংলা নিউজ ২৪ ডট কম, মে ৯, ২০১২</ref>