স্বোপার্জিত স্বাধীনতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
Gangulybiswarup (আলোচনা | অবদান)
img+
১ নং লাইন:
'''স্বোপার্জিত স্বাধীনতা''' ভাস্কর [[শামীম শিকদার|শামীম শিকদারের]] নির্মিত একটি ভাস্কর্য, যা [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।
[[File:Swaparjita Swadhinata - Sculpture by Shamim Shikdar - University of Dhaka Campus - Dhaka 2015-05-31 2413.JPG|thumb|150 px| স্বোপার্জিত স্বাধীনতা]]
 
এই ভাস্কর্যের পুরো গাজুড়ে রয়েছে একাত্তরে পাকিস্তানি হানাদারদের অত্যাচাররে কটি খণ্ড চিত্র। চৌকো বেদির ওপর মূল ভাস্কর্য স্থাপন করা হয়েছে। উপরে বামে আছে মুক্তিযোদ্ধা কৃষক আর ডানে অস্ত্র হাতে দুই বীর মুক্তিযোদ্ধা। মাঝখানে অস্ত্র হাতে নারী ও পুরুষ যোদ্ধারা উড়িয়েছে বিজয় নিশান। কিন্তু পতাকা ওড়ানোর জন্য বাঙালি যে রক্ত দিয়েছে, সয়েছে নির্যাতন, তার কটি খণ্ডচিত্র বেদির চারপাশে চিত্রায়িত। এ ভাস্কর্য বেদির বাম পাশে আছে ছাত্র-জনতার ওপর অত্যাচারের নির্মম চেহারা।
১৯৮৮ সালের ২৫ মার্চ এ ভাস্কর্য গড়া শেষ হয়।