বিদুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pritom rudra (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Pritom rudra (আলোচনা | অবদান)
Add photo
১ নং লাইন:
[[File:Vidura and Dhritarashtra.jpg|thumb|ধৃতরাষ্ট্র সঙ্গে বিদুর (বামে)]]
[[File:Death of Vidura.jpg|thumb|বিদুরের আত্মা ধৃতরাষ্ট্রের শরীরের
মধ্যে প্রবেশ]]
{{IndicText}}
[[File:Yudhistira meets vidhura.jpg|thumb]]
 
 
'''বিদুর'''([[Sanskrit]]: विदुर) মহাভারতের প্রধান কেন্দ্রীয় চরিত্রের একজন। তিনি হস্তিনাপুরের মন্ত্রী এবং পাণ্ডব ও কৌরবদের চাচা হিসেবে বর্ণনা করা হয়েছে।
 
১৩ ⟶ ২০ নং লাইন:
ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন । তারপরেও ইনি ধৃতরাষ্ট্রের অধর্মকে কখনও প্রশ্রয় দেননি । দুর্যোধনের জন্মের সময় দুর্লক্ষণ দেখে ইনি ধৃতরাষ্ট্রকে এই সন্তান পরিত্যাগ করতে বলেছিলেন । এই উপদেশে ধৃতরাষ্ট্র কান দেন নি । এঁর সহায়তার ফলেই জতুগৃহ-ষড়যন্ত্র থেকে পাণ্ডবেরা রক্ষা পেয়েছিলেন । ধৃতরাষ্ট্র দ্রুপদপুরী থেকে কুন্তী ও দ্রৌপদীসহ পঞ্চপাণ্ডবকে হস্তিনাপুরে আনার জন্য বিদুরকে প্রেরণ করেছিলেন ।
 
যুধিষ্ঠিরের সাথে শকুনির পাশা খেলাকে স্থগিত রাখার জন্য দুর্যোধনকে পরামর্শ দিয়েছিলেন।
পরামর্শ দিয়েছিলেন।
কিন্তু দুর্যোধন সে কথায় কর্ণপাত
করেন নি।
২০ ⟶ ২৬ নং লাইন:
সর্বাপেক্ষা বিচলিত দেখা যায়।
ইনি বাক্যের দ্বারা এই কাজে বাধা
দেওয়ার প্রবল চেষ্টা করে ব্যর্থ হনহন। পরে বিদুরের পরামর্শেই ধৃতরাষ্ট্র এই বিবাদ মিটিয়েছেন ।
পরে বিদুরের পরামর্শেই ধৃতরাষ্ট্র এই
বিবাদ মিটিয়েছেন
পাণ্ডবেরা বনে গেলে ধৃতরাষ্ট্র ভয়ে
এঁর কাছে পরামর্শ প্রার্থনা করলে-
ইনি পাণ্ডবদের কাছে ক্ষমা প্রার্থনা
করতে বলেনবলেন।
অবশ্য বিদুরে সে পরামর্শ ধৃতরাষ্ট্র
শেষ পর্যন্ত গ্রহণ করেন নি
কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে
ধৃতরাষ্ট্রকে বিভিন্নভাবে যুদ্ধ করার
৩৯ নং লাইন:
বত্সর ধৃতরাষ্ট্রের সাথে পাণ্ডবদের
আশ্রয়ে বসবাস করেছেন।
এরপর ইনি ধৃতরাষ্ট্র ও অন্যান্যদের সাথে বানপ্রস্থ অবলম্বন করে কঠোর তপস্যায় প্রবৃত্ত হন।
সাথে বানপ্রস্থ অবলম্বন করে কঠোর তপস্যায় প্রবৃত্ত হন।
সেখানেই ইনি যোগাবলম্বনে দেহত্যাগ করেন ।