অভিমন্যু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩ নং লাইন:
মহাভারতের যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি [[দ্রোণ|দ্রোণাচার্য]] একটি চক্রব্যূহ রচনা করেন। এইসময়ে [[চক্রব্যূহ]] ভেদ করার জন্য পান্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় [[যুধিষ্ঠির]] তাঁর ওপর এই গুরুভার অর্পণ করেন। এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনা মধ্যে উপস্থিত হন। তাঁর শরবর্ষণে মদ্ররাজ [[শল্য]] ও [[দুঃশাসন]] মূর্ছিত হন। কর্ণের এক ভাই ও শল্যের ভ্রাতা নিহত হয় এবং কর্ণ রণভূমি থেকে পলায়ণ করেন। এইসময় [[যুধিষ্ঠির]], [[ভীম]], [[ধৃষ্টদ্যুম্ন]], [[শিখন্ডী]], [[সাত্যকী]], বিরাট ও [[দ্রুপদ]] ব্যূহে প্রবেশ করার চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ [[জয়দ্রথ]] শিবের বরে তাদের পরাস্ত করেন ও ব্যূহের প্রবেশ পথ রুদ্ধ করে্ন। কুরুসৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন। কৌরবসৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে। শল্যপুত্র রুক্মরথ, দুর্যোধনের পুত্র লক্ষণ ও কোশলরাজ বৃহদবল তাঁর বাণে হত হন।
 
অভিমন্যুকে অপ্রতিরোধ্য দেখে [[কর্ণ]] দ্রোণের উপদেশে তাঁকে পিছন থেকে আক্রমণ করে তাঁকে রথচ্যূত ও ধনুর্হীন করেন এবং দ্রোণ, [[কৃপ]], [[কর্ণ]], [[অশ্বত্থামা]], [[দুর্যোধন]] ও [[শকুনি]] নিষ্করুণ ভাবে তাঁর ওপর শরাঘাত করতে থাকেন। অভিমন্যু খড়গ, চক্র ও গদা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে ব্যর্থ হন। এইসময় দুঃশাসনের পুত্র তাঁর মাথায় গদাঘাত করে। ফলে কৌরবসেনা নিপীড়িত বালক অভিমন্যুর প্রাণশূন্যদেহপ্রাণশূন্য দেহ ভূপাতিত হয় ।<ref>রাজশেখর বসু: মহাভারত সারানুবাদ কালীপ্রসন্ন সিংহ: মহাভারত</ref>
 
== তথ্যসূত্র ==