মাইকেল হোল্ডিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ উইকিউপাত্তে সরানো হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
৫১ নং লাইন:
| best bowling1 = 8/92
| catches/stumpings1 = 22/–
| column2 = [[Oneএকদিনের Day Internationalআন্তর্জাতিক|ওডিআই]]
| matches2 = 102
| runs2 = 282
৬৪ নং লাইন:
| best bowling2 = 5/26
| catches/stumpings2 = 30/–
| column3 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches3 = 222
| runs3 = 3,600
৭৭ নং লাইন:
| best bowling3 = 8/92
| catches/stumpings3 = 125/–
| column4 = [[Listলিস্ট A cricketক্রিকেট|এলএ]]
| matches4 = 249
| runs4 = 1,575
৯৫ নং লাইন:
}}
 
'''মাইকেল অ্যান্থনি হোল্ডিং''' ([[জন্ম]]: [[১৬ ফেব্রুয়ারি]], [[১৯৫৪]]) কিংস্টনে জন্মগ্রহণকারী [[ওয়েস্ট ইন্ডিজ|ওয়েস্ট ইন্ডিজের]] সাবেক ক্রিকেটার।[[ক্রিকেট|ক্রিকেটার]]। তাঁকে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] ক্রিকেট ইতিহাসে সর্বাপেক্ষা দ্রুতগতির [[বোলিং (ক্রিকেট)|বোলারদের]] একজনরূপে '''মাইকেল হোল্ডিংকে''' গণ্য করা হয়। বোলিং ক্রিজে শান্ত ভঙ্গীমায় অগ্রসর হওয়ার প্রেক্ষিতে [[আম্পায়ার (ক্রিকেট)|আম্পায়ারগণ]] তাঁকে ''হুইস্পায়ারিং ডেথ'' ডাকনামে ভূষিত করেন। তাঁর বোলিং ভঙ্গীমা অত্যন্ত মসৃণ ও দ্রুত এবং তিনি তাঁর ({{convert|6|ft|3+1/2|in|m|abbr=on|disp=or}}) দীর্ঘ উচ্চতাকে কাজে লাগিয়ে পীচে বৃহৎ আকারের বাউন্স প্রদানে সক্ষম ছিলেন।
 
[[জোয়েল গার্নার]], [[অ্যান্ডি রবার্টস]], [[সিলভেস্টার ক্লার্ক]], [[কলিন ক্রফট]], [[ওয়েন ড্যানিয়েল]] এবং প্রয়াত [[ম্যালকম মার্শাল|ম্যালকম মার্শালের]] ন্যায় প্রথিতযশা পেস বোলারদের সহযোগিতায় সত্তর ও আশিআশির দশকের প্রথমার্ধে বিশ্ব ক্রিকেট অঙ্গনে ভীতিদায়ক বোলিং করে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে দিতেন।দিতেন '''মাইকেল হোল্ডিং'''। টেস্ট জীবনের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলিং করেন ১৪/১৪৯ যা অদ্যাবধি টিকে রয়েছে। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] জামাইকা, ক্যান্টারবারি, ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও তাসমানিয়ার পক্ষে খেলেন।
 
== প্রারম্ভিক জীবন ==
রাল্ফ ও এনিড হোল্ডিং দম্পতির চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ মাইকেল হোল্ডিং কিংস্টনে শৈশবকাল অতিবাহিত করেন। তাঁর পরিবার খেলাধূলায় আসক্ত ছিল। মাইকেলের জন্মের স্বল্পকাল পরেই তাঁর বাবা তাঁকে কিংস্টনের মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেন। তিন বছর বয়সেই হাঁপানি রোগ ধরা পড়ে মাইকেলের। কিন্ত সেজন্য তাঁকে ইনহলার ব্যবহার করতে হয়নি। কাছাকাছি এলাকায় অবস্থিত [[সাবিনা পার্ক|সাবিনা পার্কে]] প্রায়শঃই তাঁরা স্বপরিবারে খেলা দেখতে যেতেন। তবে খেলা দেখার চেয়ে খেলতেই বেশী আগ্রহান্বিত ছিলেন মাইকেল হোল্ডিংয়ের।<ref>{{cite book |author=Michael Holding |title=No Holding Back: The Autobiography |publisher=Weidenfeld & Nicolson |year=2010 |pages=1–4}}</ref>
 
১৯৮২-৮৩ সময়কালে অস্ট্রেলিয়ার প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাসমানিয়া দলের পক্ষে অংশগ্রহণ করেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৭৫ সালের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ দল ছয় টেস্ট খেলতে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া]] সফরে যায়। ঐ বছরের শুরুতে [[১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপের]] প্রথম আসরের চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ফলে ঐ সময়কালে দলটিকে সবচেয়ে সেরা দল হিসেবে বিবেচনা করা হয়।<ref name="West Indies in Australia, 1975–76">{{cite web |url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/153010.html |title=West Indies in Australia, 1975-76 |publisher=Wisden |accessdate=17 August 2012}}</ref> ফাস্ট বোলার [[বার্নার্ড জুলিয়েন]] তাঁর বোলিংয়ে ছন্দ হারিয়ে ফেলেন। ফলে অভিষিক্ত মাইকেল হোল্ডিংকে [[অ্যান্ডি রবার্টস|অ্যান্ডি রবার্টসের]] সাথে বোলিং উদ্বোধনে নামতে হয়।<ref>{{cite web |url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/153011.html |title=West Indies in Australia, 1975-76: First Test Match |publisher=Wisden |accessdate=17 August 2012}}</ref> দ্বিতীয় টেস্টে তাঁর কুঁচকিতে টান পড়ে। এ সময় তিনি প্রায় ৯৭ মাইল বেগে বোলিং করতেন যা অস্ট্রেলিয়ার দ্রুততম বোলার [[জেফ থমসন|জেফ থমসনের]] চেয়েও বেশী গতির ছিল।<ref>{{cite book |author=David Tossell |title=Grovel!: The Story and Legacy of the Summer of 1976 |publisher=Know the Scores |year=2007 |page=25}}</ref> এ প্রসঙ্গে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] হোল্ডিংয়ের অভিষেক সিরিজ প্রসঙ্গে মন্তব্য করে যে, হোল্ডিং নিজেকে রবার্টসের সাথ উদ্বোধনী বোলিং জুটির উপযোগী হবার জন্য তাঁর সমকক্ষ হতে চেয়েছেন। কখনোবা তিনি থমসন, [[ডেনিস লিলি|লিলি]] এবং রবার্টসের চেয়ে দ্রুতগতিতে বল ছুঁড়েছেন।
 
কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক [[ক্লাইভ লয়েড]] জুলিয়েনের হাতে নতুন বল তুলে দিলে ওয়েস্ট ইন্ডিজ দলকে এর জন্য খেসারত দিতে হয়। অস্ট্রেলিয়া ৫-১ ব্যবধানে সিরিজ জয় করে। হোল্ডিং ৫ খেলায় ১০ উইকেট পান যার গড় ছিল ষাটের অধিক। উইজডেন বিশ্বাস করতো যে, তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে যথাসাধ্য ভাল চেষ্টা চালিয়েছেন ও অধিকতর দ্রুতগতিতে বোলিং করবেন।<ref name="West Indies in Australia, 1975–76"/><ref>{{cite web |url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=198;type=series |title=Records / The Frank Worrell Trophy, 1975/76 / Most wickets |publisher=ESPN Cricinfo |accessdate=17 August 2012}}</ref>
১১১ ⟶ ১১৩ নং লাইন:
১৯৭৬ সালে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। হোল্ডিংয়ের ইংরেজ ভূমির উপর অজানা অভিজ্ঞতা ও ব্রিট্রিশ গণমাধ্যমে হোল্ডিংয়ের বিষয়ে নেতিবাচক প্রচারণা চালায়। [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|মেরিলেবোন ক্রিকেট ক্লাবের]] বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় হোল্ডিংয়ের বোলিংয়ে [[ডেনিস অ্যামিস]] মাথায় গুরুতর আহত হন ও সেলাইয়ের প্রয়োজন পড়ে। অভিজ্ঞতাসম্পন্ন অ্যামিসকে ইংল্যান্ডের আসন্ন টেস্টগুলোয় ব্যাটিং উদ্বোধনে নামার সতর্ক সঙ্কেত হিসেবে গণ্য করা হয়।<ref>{{cite book |author=David Tossell |title=Grovel!: The Story and Legacy of the Summer of 1976 |publisher=Know the Scores |year=2007 |pages=19–21}}</ref> সিরিজের প্রারম্ভে ইংরেজ অধিনায়ক [[টনি গ্রেগ]] তাঁর দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এক স্বাক্ষাৎকালে তিনি বলেন যে, আমি মনে করি না যে, দলটি উচ্চমানের। যদি তারা ভাল করে তাহলে তারা উচ্চপর্যায়ের ক্রিকেটার। কিন্তু তারা যদি ভেঙ্গে পড়ে তাহলে তারা মাটিতে শুয়ে পড়বে। এ কাজে [[ব্রায়ান ক্লোজ|ব্রায়ান ক্লোজসহ]] অন্যান্যরা তাদেরকে শুইয়ে দিতে সহায়তা করবে।<ref>{{cite book |author=David Tossell |title=Grovel!: The Story and Legacy of the Summer of 1976 |publisher=Know the Scores |year=2007 |page=68}}</ref> তাঁর এ মন্তব্য ওয়েস্ট ইন্ডিয়ানদের কানে গেলে সাম্প্রদায়িক ও বর্ণবৈষম্যবাদের অভিযোগ উত্থাপিত হয়।<ref>{{cite book |author=David Tossell |title=Grovel!: The Story and Legacy of the Summer of 1976 |publisher=Know the Scores |year=2007 |pages=68–69}}</ref>
 
রবার্টস, হোল্ডিং, ড্যানিয়েল ও হোল্ডারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ পরিচালিত হয়। প্রথম তিনজন স্বাভাবিক বাউন্সার নিয়মিতভাবে করছিলেন। কিন্তু উইজডেনের মতে হোল্ডিংয়ের বোলিং ছিল ব্যতিক্রমধর্মী ফাস্ট। ইংল্যান্ডের [[জন এড্রিচএডরিচ]] ও ব্রায়ান ক্লোজ বিশেষভাবে আক্রান্ত হন। জুনে সিরিজের শুরুতে ক্লোজ ৪৫ ও দ্বিতীয় টেস্টে এড্রিচএডরিচ ৩৯ ছিলেন।
 
ওভালে পঞ্চম টেস্টে হোল্ডিং ৮ উইকেট নেন ৯২ রানের বিনিময়ে। যা পরবর্তীকালে তাঁর প্রথম-শ্রেণীর শ্রেণীর ক্রিকেটে সেরা বোলিং পরিসংখ্যান হিসেবে চিহ্নিত থাকে। এছাড়াও ঐ মাঠে ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের মধ্যে সেরা বোলিং ছিল। ঐ খেলার দ্বিতীয় ইনিংসে তিনি আরও ছয় উইকেট নেন। খেলা শেষে তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ১৪/১৪৯ যা ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং হিসেবে অক্ষত রয়েছে। পাঁচ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে জয়ী হয়।<ref name="West Indies in England, 1976">{{cite web |url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/153475.html |title=West Indies in England, 1976 |publisher=ESPN Cricinfo |accessdate=18 August 2012}}</ref>
 
== সম্মাননা ==
১৯৭৭ সালে উইজডেন কর্তৃপক্ষ তাঁকে [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটাররূপে]] ঘোষণা করে। ৯ মে, ২০১৩ তারিখ বৃহস্পতিবার মাইকেল হোল্ডিং সম্মানসূচক ডিগ্রী লাভ করেন ও পূর্ব লন্ডন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তাঁকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। জুন, ১৯৮৮ সালে জামাইকান স্ট্যাম্পেও তাঁকে তুলে ধরা হয়।
 
== তথ্যসূত্র ==