ফসফরাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
→‎উত্‍স: অপ্রয়োজনীয় অংশ দূরীকরণ।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ferdous (আলোচনা | অবদান)
→‎আবিষ্কার: রাসায়নিক বিক্রিয়ার সাবস্ক্রিপ্ট ঠিক করা।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪ নং লাইন:
== আবিষ্কার ==
ফসফরাস আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে ১৫ তম। একারনে এবং বিস্ফোরক, বিষ ও নার্ভ এজেন্ট তৈরিতে এটি ব্যবহারের কারনে একে প্রায়ই শয়তানের মৌল নামে ডাকা হয়। ফসফরাস আবিস্কারের কৃতিত্ব জার্মান আলকেমিস্ট হেনিগ ব্রান্ডকে দেয়া হয় যিনি ১৬৬৯ সালে এটি আবিস্কার করেন, যদিও অন্যান্য কেমিস্টরাও কাছাকাছি সময়ে হয়ত ফসফরাস আবিস্কার করে থাকতে পারেন। ব্রান্ড মুত্র নিয়ে পরিক্ষা-নিরীক্ষা করছিলেন যাতে বেশ কিছু পরিমান দ্রবীভুত বিপাকীয় ফসফেট ছিল। হামবুর্গে কাজ করার সময়, ব্রান্ড মুত্রকে পাতন করে কিছু লবন তৈরির মাধ্যমে পৌরানিক কাহিনীর ফিলসফার স্টোন তৈরির চেষ্টা করছিলেন, কিন্তু পরিবর্তে এমন একটি পদার্থ পেলেন যা অন্ধকারে জ্বলে আর চমৎকার ভাবে পোড়ে। এই পদার্থের নাম দেয়া হল ''ফসফরাস মিরাবিলিস'' বা অলৌকিক আলোর ধারক।
== যৌগসমূহ ==
 
== যৌগসমূহ ==
ফসফরাস প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কিন্তু,, এটি অনেক খনিজ পদার্থে প্রচুর পরিমাণে পাওয়া যায়..বিশেষ করে ফসফেট। অজৈব ফসফেট রক যা কিনা আংশিকভাবে অ্যাপাটাইট দিয়ে তৈরী এটাই এখন প্রধান উৎস ফসফরাসের।
 
US Geological Survey (USGS) এর মতে,প্রায় ৫০% ফসফরাস মধ্যপ্রাচ্যে আছে। বৃহৎ অঙ্কের অ্যাপাটাইটগুলো চিহ্নিত করা হয়েছে চীন,রাশিয়া, মরক্কো,ফ্লোরিডা ইত্যাদি স্থানে। যুক্তরাজ্যের Albright and Wilson এবং নায়াগ্রা জলপ্রপাতেও প্রচুর পরিমাণে আকরিক বিদ্যমান।
মূত্রঃ
 
ইউরিন:
মানবদেহে উৎপন্ন ইউরিন বেশীরভাগ NPK ধারন করে। ইউরিনকে সার হিসেবে ব্যবহারের সবথেকে সাধারণ পদ্ধতিগুলো নির্ভরশীল অতিরিক্ত নাইট্রোজেন দ্বারা সৃষ্ট বিভব এবং রেনাল পদ্ধতি দ্বারা সৃষ্ট অজৈব লবন যেমন..(NaCl) এর উপর।
 
ইউরিনে নাইট্রোজেনের পরিমাণ ৭০% এবং অর্ধেকেরও বেশী ফসফরাস ও #পটাশিয়াম পাওয়া গেছে প্রাচীন অব্যবহৃত জলপ্রপাতগুলোতে।
 
উৎপাদনঃ
উৎপাদন:
যৌগসহ ফসফরাসের বেশীরভাগ উৎপাদিত হয় সার হিসেবে ব্যবহার করার জন্য। এই উদ্দেশ্যে ফসফেট আকরিককে ফসফরিক এসিডে রূপান্তরিত করা হয়। প্রথমে ফসফেট আকরিককে সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটানো হয়। এভাবে নিচু মানের ফসফরাসের উৎস থেকে শ্বেত ফসফরাস উৎপাদন করা যায়।তারপর, শ্বেত ফসফরাসকে ফসফরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে বিশুদ্ধ ফসফরাস উৎপাদন করা হয়। শ্বেত ফসফরাস থেকে উৎপাদিত ফসফরিক এসিড ডিটারজেন্ট ও অন্যান্য কাজে ব্যবহারের মূল উৎস হিসেবে ব্যবহৃত হয়।
 
২১ ⟶ ১৯ নং লাইন:
বর্তমানে,, বছরে প্রায় ১,০০০,০০০ টন উপাদানমূলক ফসফরাস উৎপাদিত হয়। ক্যালসিয়াম ফসফেট(ফসফেট রক) বেশীরভাগই খনন করা হয় উত্তর আফ্রিকাও ফ্লোরিডায়। এটাকে প্রথমে ১২০০-১৫০০ ডিগ্রী তাপে মৃত্তিকা, যার বেশীরভাগই SiO2 এবং কোক কার্বনসহ উত্তপ্ত করা হয় ফসফরাসের বাষ্প উৎপাদনের জন্য। এটি বিশেষ ধরনের এক সাদা পাউডার ও পানিগাহে মিশ্রিত করা হয় যাতে বায়ুর সাথে কোন বিক্রিয়া না ঘটতে পারে। এমনকি,পানির নিচেও শ্বেত ফসফরাসের কিছু অংশ পরিবর্তিত হয়ে অধিক স্থিতিশীল লোহিত ফসফরাসে রূপান্তরিত হয়।
 
4 Ca5Ca<sub>5</sub>(PO4PO<sub>4</sub><sub>)3F3</sub>F + 18 SiO2SiO<sub>2</sub> + 30 C → 3 P4P<sub>4</sub> + 30 CO + 18 CaSiO3CaSiO<sub>3</sub> + 2 CaF2CaF<sub>2</sub>
 
সবথেকে সমস্যার ব্যাপার হল শ্বেত ফসফরাসের একটা বড় অংশ জুড়েই থাকে মৃত্তিকা। তবে,,শক্তির অক্ষুন্ন থাকে বলে এটি উৎপাদনে অনেক সুবিধাও পাওয়া যায়।
২৭ ⟶ ২৫ নং লাইন:
উচ্চ তাপমাত্রা প্রয়োগে আকরিক থেকে নিষ্কাশনের আরেকটি পদ্ধতি নিম্নে দেওয়া হল :
 
2 Ca3Ca<sub>3</sub>(PO4PO<sub>4</sub>)<sub>2</sub> + 6 SiO2SiO<sub>2</sub> + 10 C → 6 CaSiO3CaSiO<sub>3</sub> + 10 CO + P4P<sub>4</sub>
 
ঐতিহাসিকভাবে,, প্রযুক্তির মাধ্যমে নিষ্কাশনের পূর্বে যখন হাঁড়ের ভস্ম থেকে ফসফরাস উৎপাদন করা হত তখন হাঁড়ের ভস্মে থাকা ট্রাইক্যালসিয়াম ফসফেটকে সালফিউরিক এসিডের উপস্থিতিতে মনোক্যালসিয়াম ফসফেটে রূপান্তর করা হয়।
 
Ca<sub>3</sub>(PO<sub>4</sub>)<sub>2</sub> + 2 H<sub>2</sub>SO<sub>4</sub> → Ca(H<sub>2</sub>PO<sub>4</sub>)<sub>2</sub> + 2 CaSO<sub>4</sub>
Ca3(PO4)2 + 2 H2SO4 → Ca(H2PO4)2 + 2 CaSO4
 
তারপর,মনো ক্যালসিয়াম ফসফেটকে আর্দ্রতা শূণ্য করে মেটা ফসফেটে রূপান্তর করা হয়।
 
Ca(H2PO4H<sub>2</sub>PO<sub>4</sub>)<sub>2</sub> → Ca(PO3PO<sub>3</sub>)<sub>2</sub> + 2 H2OH<sub>2</sub>O
[http://জয়েন%20করেন%20নতুন%20তথ্যের%20জন্য%20https://www.facebook.com/groups/790343507715916?view=permalink&id=797487530334847&refid=18&_ft_&__tn__=%2As জয়েন করেন নতুন তথ্যের জন্য https://www.facebook.com/groups/790343507715916?view=permalink&id=797487530334847&refid=18&_ft_&__tn__=%2As]—আসাদ ১৪:২৩, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)
 
== রাসায়নিক বিক্রিয়া ==