বিম্বিসার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
১ নং লাইন:
[[Image:Bimbisar welcoming Buddha Roundel 30 buddha ivory tusk.jpg|thumb|right|সম্রাটরাজগৃহে বিম্বিসার গৌতম বুদ্ধকে স্বাগত জানাচ্ছেন]]
'''বিম্বিসার''' ([[সংস্কৃত]]: बिम्बिसार) (৫৫৮ খ্রিঃপূঃ – ৪৯১ খ্রিঃপূঃ)<ref>Rawlinson, Hugh George. (1950) ''A Concise History of the Indian People'', Oxford University Press. p. 46.</ref><ref>Muller, F. Max. (2001) ''The Dhammapada And Sutta-nipata'', Routledge (UK). p. xlvii. ISBN 0-7007-1548-7.</ref> ([[সংস্কৃত]]: बिम्बिसार) [[মগধ]] শাসনকারী [[হর্য্যঙ্ক রাজবংশ|হর্য্যঙ্ক রাজবংশের]] প্রথমরাজা সম্রাট ছিলেন।ছিলেন,<ref name=Stearns>Stearns, Peter N. (2001) ''The Encyclopedia of World History'', Houghton Mifflin. pp. 76-78. ISBN 0-395-65237-5.</ref> তিনিযিনি ৫৪২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৯২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধের সম্রাট রূপেমগধ শাসন করেন।<ref>''Indian History -APC'' - APC Publishers, India</ref> তিনিতাঁর সাম্রাজ্যেরপৃষ্ঠপোষকতায় সম্প্রসারণেরউত্তর জন্য পূর্বেভারতে [[অঙ্গ]]বৌদ্ধ রাজ্যধর্ম|বৌদ্ধ অধিকার করেছিলেন, যা পরবর্তীকালে [[মৌর্য্য সাম্রাজ্যধর্মের]] প্রতিষ্ঠারবিস্তার ভিত্তিভূমিসম্ভব হিসেবে কাজ করেছিল।<ref name=be>{{cite web|title=Bimbisara|url=http://www.britannica.com/EBchecked/topic/65488/Bimbisara|publisher=Encyclopædia Britannica Online|accessdate=25 January 2013}}</ref>হয়েছিল।
 
== পরিচিতি ==
==বৈবাহিক কূটনীতি==
সিংহলী বৌদ্ধ গ্রন্থ [[মহাবংশ]] অনুসারে বিম্বিসার মাত্র পনেরো বছর বয়সে তাঁর পিতা মহাপদুম কর্তৃক মগধের রাজা রূপে অভিষিক্ত হন। বিম্বিসারের মাতার নাম ছিল বিম্ব। প্রাচীন গ্রন্থগুলিতে বিম্বিসারকে ''সেনিয়'' নামে উল্লেখ করা হয়েছে। টীকাকার [[বুদ্ধঘোষ|বুদ্ধঘোষের]] মতে ''সেনিয়'' তাঁর ব্যক্তিগত নাম ছিল, অপরপক্ষে ধম্মপালের মতে ''সেনিয়'' ছিল তাঁর গোত্রের নাম।
বিম্বিসার বিভিন্ন রাজ্যের রাজকুমারী ও অভিজাত নারীদের বিবাহের মাধ্যমে রাজ্যগুলির সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন। তিনি [[কোশল]] রাজ [[মহাকোশল|মহাকোশলের]] কন্যা [[কোশল দেবী|কোশল দেবীকে]] বিবাহ করলে দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটে। বিবাহের যৌতুক হিসেবে বিম্বিসার [[বারাণসী|কাশীর]] ধিকার লাভ করেন।<ref>Eck, Diana. (1998) ''Banaras'', Columbia University Press. p. 45. ISBN 0-231-11447-8.</ref> বিম্বিসার [[বৈশালী (প্রাচীন নগর)|বৈশালীর]] [[লিচ্ছবি রাজ্য|লিচ্ছবি]] [[মহাজনপদ|মহাজনপদের]] প্রধান [[চেতক|চেতকের]] কন্যা চেল্লনাকে বিবাহ করেন।<ref>Luniya, Bhanwarlal Nathuram. (1967) ''Evolution of Indian Culture'', Lakshmi Narain Agarwal. p. 114.</ref> বিম্বিসারের তৃতীয়া পত্নী ক্ষেমা ছিলেন [[মদ্র]] দেশের প্রধানের কন্যা।<ref>Krishna, Narendra. (1944) ''History of India'', A. Mukherjee & bros. p. 90.</ref>
 
== বৈদেশিক নীতি==
বিম্বিসার বিভিন্ন রাজ্যের রাজকুমারী ও অভিজাত নারীদের বিবাহের মাধ্যমে রাজ্যগুলির সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন। তিনি [[কোশল]] রাজ [[মহাকোশল|মহাকোশলের]] কন্যা [[কোশল দেবী|কোশল দেবীকে]] বিবাহ করলে দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটে। বিবাহের যৌতুক হিসেবে বিম্বিসার [[বারাণসী|কাশীর]] ধিকারঅধিকার লাভ করেন।<ref>Eck, Diana. (1998) ''Banaras'', Columbia University Press. p. 45. ISBN 0-231-11447-8.</ref> বিম্বিসার [[বৈশালী (প্রাচীন নগর)|বৈশালীর]] [[লিচ্ছবি রাজ্য|লিচ্ছবি]] [[মহাজনপদ|মহাজনপদের]] প্রধান [[চেতক|চেতকের]] কন্যা চেল্লনাকে বিবাহ করেন।<ref>Luniya, Bhanwarlal Nathuram. (1967) ''Evolution of Indian Culture'', Lakshmi Narain Agarwal. p. 114.</ref> বিম্বিসারের তৃতীয়া পত্নী ক্ষেমা ছিলেন [[মদ্র]] দেশের প্রধানের কন্যা।রাজকন্যা।<ref>Krishna, Narendra. (1944) ''History of India'', A. Mukherjee & bros. p. 90.</ref> তিনি সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য পূর্বে [[অঙ্গ]] রাজ্য অধিকার করেছিলেন, যা পরবর্তীকালে [[মৌর্য্য সাম্রাজ্য]] প্রতিষ্ঠার ভিত্তিভূমি হিসেবে কাজ করেছিল।<ref name=be>{{cite web|title=Bimbisara|url=http://www.britannica.com/EBchecked/topic/65488/Bimbisara|publisher=Encyclopædia Britannica Online|accessdate=25 January 2013}}</ref>
 
== বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ==
[[মহাবংশ]] ও [[দীপবংশ]] গ্রন্থানুসারে বিম্বিসার [[গৌতম বুদ্ধ]] অপেক্ষা পাঁচ বছর ছোট ছিলেন। পব্বজ্জাসুত্ত অনুসারে, বোধিলাভের সাত বছর পূর্বে মগধের রাজধানী [[রাজগির|রাজগৃহে]] [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ গৌতমের]] সঙ্গে বিম্বিসারের সাক্ষাত ঘটে। [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ]] নিজেকে শাক্য বংশজাত হিসেবে পরিচয় দিলে বিম্বিসার তাঁকে [[রাজগির|রাজগৃহে]] বসবাস করার অনুরোধ করলে [[সিদ্ধার্থ গৌতম|সিদ্ধার্থ]] তা প্রত্যাখ্যান করেন, কিন্তু পরবর্তীকালে বোধিলাভের পর তিনি [[রাজগির|রাজগৃহে]] যাবেন বলে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে [[গৌতম বুদ্ধ]] বোধিলাভের দুই বছর পরে বিম্বিসারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেইদিনই বিম্বিসার বৌদ্ধ সংঘের সহস্রাধিক ভিক্ষুদের বসবাসের জন্য বেণুবন নামক উদ্যানটি [[গৌতম বুদ্ধ|গৌতম বুদ্ধকে]] প্রদান করেন। এরপর [[গৌতম বুদ্ধ|বুদ্ধ]] তাঁকে [[চতুরার্য সত্য]] সম্বন্ধে উপদেশ প্রদান করেন। বিম্বিসারের অনুরোধে [[গৌতম বুদ্ধ|বুদ্ধ]] অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে উপোসথ ব্রত পালনের বিধি প্রচলন করেন। আবার, বিম্বিসারের অনুরোধেই [[গৌতম বুদ্ধ|বুদ্ধ]] বর্ষাকালে পরিব্রাজন না করে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে সাধনার বর্ষাবাস নামক রীতি প্রচলন করেন। ভিক্ষুদের বর্ষাবাসের সুবিধার জন্য কুটীর নির্মাণ এবং [[গৌতম বুদ্ধ|বুদ্ধ]] ও ভিক্ষুদের চিকিৎসার জন্য রাজবৈদ্য [[জীবক|জীবককে]] নিযুক্ত করেন। বিম্বিসারের তৃতীয়া পত্নী ক্ষেমা পরবর্তীকালে ভিক্ষুণী সংঘে যোগদান করে অর্হত্ত্ব লাভ করেন।<ref name=Manikuntala>হালদার, মণিকুন্তলা (১৯৯৬) ''বৌদ্ধধর্মের ইতিহাস'', প্রকাশক মহাবোধি বুক এজেন্সী, ৪এ, বঙ্কিম চ্যাটার্জী ষ্ট্রীট, কলিকাতা-৭৩, ISBN ৯৭৮-৯৩-৮০৩৩৬-৩৩-৬</ref>{{rp|২৭-২৯}}
 
== মৃত্যু ==
[[দেবদত্ত|দেবদত্তের]] প্ররোচনায় বিম্বিসারের পুত্র [[অজাতশত্রু]] তাঁকে হত্যার চেষ্টা করেন। বুদ্ধের মতাদর্শে বিশ্বাসী বিম্বিসার তাঁর পুত্রকে ক্ষমা করে দেন। কিন্তু পুনরায় [[দেবদত্ত|দেবদত্তের]] প্ররোচনায় [[অজাতশত্রু]] বিম্বিসার ও তাঁর উপদেষ্টামণ্ডলীকে গৃহবন্দী করে নিজেকে মগধের শাসক হিসেবে ঘোষণা করেন। ৪৯১ খ্রিস্টপূর্বাব্দে গৃহবন্দী অবস্থায় বিম্বিসারের মৃত্যু ঘটে।
 
== তথ্যসূত্র ==