অভিজিৎ (তারা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
Bot: zh:織女一 is a good article
Mahmud-bn (আলোচনা | অবদান)
কয়েক লাইন তথ্য যুক্তকরণ
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''অভিজিৎ''' (ভেগা; আলফা লাইরী) আকাশের পঞ্চম উজ্জ্বল তারা। এটি বীণামণ্ডলীয় প্রথম তারা এবং উত্তর মহাকাশ গোলকের মধ্যে স্বাতী তারার পরেই দ্বিতীয় উজ্জ্বল তারকা। পৃথিবী থেকে অভিজিৎ তারার দুরত্ব প্রায় ২৫ আলোকবর্ষ। খৃষ্টপূর্ব ১২,০০ সালের দিকে এটাই ছিল পৃথিবীর [[ধ্রুবতারা]] এবং আরও প্রায় ১৩,৭২৭ বছর পর আবার একই অবস্থায় উপনীত হবে। এ সময় এর বিষুব লম্ব (Declination ) হবে +৮৬°১৪'। [[তারা]]দের বর্ণালী নথিভুক্ত করার দিক দিয়ে এই তারার অবস্থান প্রথমে আর [[সূর্য|সূর্যের]] পরে এটাই কোনো তারকা যার ছবি তোলা হয়েছিল। লম্বন পরিমাপ পদ্ধতিতে যেসব তারার দূরত্ব পরিমাপ করা হয়েছিল অভিজিৎ নক্ষত্রটি তাদের অন্যতম।
তারকাটি এর বিষুব অঞ্চলে প্রতি সেকেন্ডে ২৭৪ কি.মি. বেগ নিয়ে অতি দ্রুত [[আবর্তন]] করছে।
 
সুর্যের তুলনায় অভিজিৎ তারার বয়স প্রায় দশ ভাগ এর এক ভাগ হলেও সুর্যের মতই এটিও বর্তমানে এর জীবদ্দশার মঝামাঝি সময়-এ অবস্থান করছে।