মিরক্যাট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Muhammad Nahid (আলোচনা | অবদান)
বানান
Muhammad Nahid (আলোচনা | অবদান)
বানান
২৩ নং লাইন:
[[চিত্র:Meerkat in Namibia.jpg|thumb|left|নামিবিয়ায় একটি মিরক্যাট ব্যাং ধরে খাচ্ছে]]
=== আচরন ===
[[চিত্র:Meerkat-uenozoo2008.ogg|right|thumb|250px|জাপানে একটি চিড়িয়াখানায় একটি মিরক্যাট দুই পায়ের উপর ভর দিয়ে দাড়িয়েদাঁড়িয়ে আছে]]
বন্য পরিবেশে মিরক্যাটরা গর্তে বসবাস করে। এদের গর্তগুলি অনেক গর্তের সাথে যুক্ত থাকে এবং একের অধিক বহির্গমন পথ থাকে। সচরাচর দিনের বেলা খাবার খোজার সময়ই কেবল এরা গর্ত থেকে বের হয়। মিরক্যাটরা সামাজিক প্রানী এবং গোত্রে বসবাস করে। গর্তের বাইরে এরা অনেক শিকারী প্রানীদের থেকে রক্ষা পাবার জন্য অনেক সজাগ থাকে। দলের বাকী সদস্যরা যখন খাবার খুজতেখুঁজতে থাকে তখন অন্তত কয়েকটি মিরক্যাট দুই পায়ের উপর ভর দিয়ে চারিদিক পর্যবেক্ষন করতে থাকে। পর্যবেক্ষন করা এবং সজাগ থাকার এই চরিত্রটি মিরক্যাটরা বন্য এবং কৃত্তিমকৃত্রিম ([[চিড়িয়াখানা]]) উভয় পরিবেশে বজায় রাখে।
কৃত্রিম
 
=== খাদ্য ===
মিরক্যাটরা মূলত পতঙ্গোভোজী তবে [[সাপ]], [[গিরগিটি]] [[বিছে]], [[মাকড়সা]], বিভিন্ন প্রানীর ডিম এবং গাছপালাও এদের খাদ্যতালিকায় থাকে। কিছু বিষাক্ত প্রানীর বিষ যেমন কালাহারি মরুভূমির বিষাক্ত কাকড়া বিছার বিষ এদের শরীরে কাজ করে না।<ref>David Attenborough, 2000. Meerkats United</ref> মানুষের মত মিরক্যাটদের শরীরে মেদ সঞ্চয় করার কোন ব্যাবস্থা না থাকায় এরা শক্তি জমিয়ে রাখতে পারে না। তাই প্রতিদিনই এদের খাদ্য সংগ্রহের জন্য বের হতে হয়। মিরক্যাটরা যখন খাবার সংগ্রহের জন্য বের হয় তখন দলের একজনকে পাহারায় রাখে যাতে করে শিকারী প্রানীর আগমনের আগাম সতর্কবার্তা পাওয়া যায়।<ref>http://manobkantha.com/2012/11/11/92638.html</ref> খাদ্য সংগ্রহের জন্য এরা কয়েক সেকেন্ডের মধ্যেই এদের উচ্চতারও বেশি গভীর মাটি খুঁড়তে পারে।<ref>Meerkats http://ladywildlife.com/animals/meerkat.html</ref>