পরিবার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NS Sizan (আলোচনা | অবদান)
পরিবারের প্রকারভেদ
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{unreferenced|date=মার্চ ২০১২}}
[[চিত্র:Baby Mother Grandmother and Great Grandmother.jpg|right|thumb|250px|<small>(বাম থেকে ডানে)</small> নবজাতক, [[মা]], মাতামহী এবং প্রমাতামহী]]
[[File:Family by Edwina Sandys.JPG|thumb|মাতা-পিতা এবং সন্তানঃ [[জেনেভা|জেনেভার]] ''প্যালেস অফ ন্যাশনস'' এর বাগানে ''পরিবার (Family)'' ভাস্কর্য।]]
৮ ⟶ ৭ নং লাইন:
বিশ্বের পরিবারও রক্তসম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে। বিশ্বের যেকোন পরিবারের অধিকাংশই স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত ছেলেমেয়েদের নিয়ে গঠিত। [[স্বামী]] ও [[স্ত্রী]], অথবা বিবাহিত জীবনের এই দুই অংশীদারের যে-কেউ একজন সংসারের নিত্যনৈমিত্তিক কাজ-কর্মের চালক। পরিবার প্রধানের দিক থেকে বংশানুক্রমিক সদস্যদের মধ্যে [[দাদা]], [[দাদি]], [[বাবা]], [[মা]], স্ত্রী, [[ছেলে]], [[মেয়ে]], ছেলের বউ, [[নাতি]], নাত-বউ এবং নাতনি অন্তর্ভুক্ত। অনুরূপভাবে, জ্ঞাতি সদস্যদের মধ্যে রয়েছে [[চাচা]] ও [[চাচী]], চাচার ছেলে ও মেয়ে, [[ভাই]] ও ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলেমেয়ে এবং এই ধারাবাহিকতায় অন্যান্যরা। বংশীয় ও জ্ঞাতিগত উভয় শ্রেণীতে পরিবার প্রধানের সকল সন্ধানযোগ্য [[পূর্ব-পুরুষ]] ও উত্তরপুরুষ বিগত দিনের অব্যাহত সদস্যতা এবং ঘনিষ্ঠতার পারস্পরিক অনুভবের ভিত্তিতে পরিবারের সদস্য হওয়ার স্বীকৃতি লাভ করতে পারে।
 
বিশ্বে বংশের পরিজনরা পিতা থেকে পুত্র ক্রমিকতায় অর্থাৎ পুরষ পরম্পরার নিম্নগামী ধারায় সংজ্ঞায়িত ও পরিচিত। পিতৃতান্ত্রিক সূত্র নববিবাহিত [[দম্পতি|দম্পতিকে]] স্বামীর ঘরে ও সংসারে বসবাসের প্রথার সঙ্গে যুক্ত করে। এই উপ-প্রথাসমূহ অনেকগুলো খণ্ডরূপে প্রতিফলিত, যেমন [[বাড়ি]] (একটি [[উঠান|উঠানকে]] কেন্দ্র করে বহু লোকজন নিয়ে গঠিত), [[পাড়া]] (চারদিকে অনেকগুলি বাড়ি নিয়ে গঠিত প্রতিবেশ) এবং [[সমাজ]] (ক্ষুদ্র মানবগোষ্ঠী যেখানে সাধারণভাবে সামাজিক, আর্থিক ও ধর্মীয় সুবিধাদি লভ্য)। সম্ভবত সমাজ সদস্যদের খুঁজে নেওয়া যায় কয়েকটি সাধারণ পূর্বপুরুষের বংশ-পরম্পরায়। বাংলাদেশের মানব সম্প্রদায়গুলোর এই বিভাজিত সংগঠনকে এক সূত্রীয় বংশগতির নিয়ম অবলম্বন করতে হয়েছিল। বিশ্বের পরিবারগুলি পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানের অনুশীলনকারী। ব্যাপক অর্থে তারা এক একটি মুক্ত দল। বিবাহিত দম্পতির বন্ধন আত্মীয়বর্গের অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারিত। স্বামী-স্ত্রী দুজনের যেকোন একজন [[আত্মীয়|আত্মীয়দের]] দায়-দায়িত্ব বহন করে।
 
বিশ্বে পরিবারের লোকজনদের চেনা যায় একই খানা বা চুলার অংশীদার হিসেবে। একজন বিবাহিত [[পুরুষ]] ও [[নারী]] মিলিয়ে একটি সমাজ একক। তাদের সংহতি, অভিন্ন স্বার্থ ও কর্তব্য তাদের যেকোন একজনের অন্যবিধ সম্পর্কজাত দায় ও স্বার্থ থেকে অধিক পূর্বাধিকার পায়। তাদের বংশধররা পারস্পরিক স্বার্থে যুক্ত এবং বিবাদরত। পরিবারের সদস্যরা একে-অপরের ওপর নির্ভরশীল এবং [[সম্পদ]], [[শ্রম]] ও [[আবেগ]]-[[অনুভূতি|অনুভূতিতে]] অংশগ্রহণের মাধ্যমে তারা জীবনের সামাজিক, আর্থিক ও রাজনৈতিক দিকগুলি পরিচালনা করে।
 
নির্দিষ্ট বংশধারায় সাধারণত একজন নারী বিভিন্ন [[বংশ|বংশের]] কোন একজন পুরুষের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়। বিয়ের পর সে নিজের বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুরবাড়িতে যুক্ত হয় এবং [[সন্তান]] লাভ করে। শিশুটি পিতা-মাতা উভয় দিকের বংশানুগতির অংশী হয়। উভয় দিক থেকে পরিজাত বলে পিতা-মাতার এই সন্তান মামার বাড়িতে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। বিবাহিত কন্যার বংশ-পরিচিতি অভিব্যক্ত হয় পিতৃসম্পত্তিতে তার অধিকারে এবং প্রধানত তার প্রথম সন্তানের জন্ম, ঘরে [[ধান]] আসা, ভাই-বোনের বিয়ে ও প্রধান প্রধান নৈমিত্তিক [[উৎসব]]-[[অনুষ্ঠান]] উপলক্ষে বাপের বাড়িতে আগমনে।
 
<big>== প্রকারভেদ</big> ==
[[মূল নিবন্ধ:NS Sizan]]
 
পরিবার প্রধানত ৬ প্রকার ৷ যথা :-
 
১)# স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার ৷
৬)# পাত্র-পাত্রী নির্বাচনেরকর্তৃত্বের ভিত্তিতে পরিবার ৷
 
২)# কর্তৃত্বেরঅাকারের ভিত্তিতে পরিবার ৷
৪)# বংশ মর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার ৷
 
৩)# অাকারেরবিবাহোত্তর স্বামী -স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার ৷
# পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার ৷
 
৪) বংশ মর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার ৷
 
৫) বিবাহোত্ত স্বামী -স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার ৷
 
৬) পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার ৷
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
১)# বাংলাদেশ ও বিশ্বপরিচয় ( নবম - দশম শ্রেনি শ্রেণী)
 
১)বাংলাদেশ ও বিশ্বপরিচয় ( নবম - দশম শ্রেনি )
 
== আরও পড়ুন ==
৪০ ⟶ ৩২ নং লাইন:
== বহিঃসংযোগ ==
{{wikiquote|Family}}
{{wiktionary category|category=en:Family|type=family}}
* [http://www.oecd.org/social/family/database Family database, OECD],
* [http://www.unh.edu/frl/ Family Research Laboratory], unh.edu
৫১ ⟶ ৪২ নং লাইন:
* [http://www.vatican.va/roman_curia/pontifical_councils/family/documents/rc_pc_family_doc_20001109_de-facto-unions_en.html Family, marriage and "de facto" unions], Vatican.va
 
{{অসম্পূর্ণ}}
{{অসম্পূর্ন}}
{{পরিবার}}