লেগ ব্রেক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
নতুন নিবন্ধ
 
Suvray (আলোচনা | অবদান)
১ নং লাইন:
{{Cricket deliveries}}
'''লেগ ব্রেক''' বা '''লেগ স্পিন''' [[Delivery (cricket)|ডেলিভারি]] হচ্ছে [[ক্রিকেট]] খেলায় একধরনের [[cricket ball|বল]] নিক্ষেপ। একজন [[Right-arm|ডানহাতি]] [[বোলিং (ক্রিকেট)|বোলার]] কর্তৃক ডানহাতি [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানকে]] উদ্দেশ্য করে ছোড়া বল যা সচরাচর লেগ সাইড থেকে অফ সাইডের দিকে যায় অর্থাৎ বলটি ব্যাটসম্যান থেকে দূরে নিক্ষেপ করা হয়। যিনি এ ধরনের বল নিক্ষেপ করে থাকেন, তিনি ডানহাতি লেগ স্পিন বোলার নামে পরিচিতি পান।
 
লেগ ব্রেক বোলিং করার জন্য সংশ্লিষ্ট বোলার ক্রিকেট বলকে হাতের তালুতে সবগুলো আঙ্গুল দিয়ে জড়িয়ে রাখেন। বল নিক্ষেপণের সময় হাতের কব্জিকে বামদিকে ঘোরানো হয়। অনামিকার সাহায্যে বলকে ভর দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্পিন করানো হয়। এরফলে বলটি [[cricket pitch|পিচে]] বাউন্স খেয়ে কাঙ্খিত লক্ষ্যে অগ্রসর হয়। বোলারের দৃষ্টিতে তা বামদিকে হলেও ব্যাটসম্যানের ক্ষেত্রে তা ডান দিক থেকে মোকাবেলা করার সুযোগ থাকে। লেগ সাইড থেকে স্পিন করায় এটি লেগ ব্রেক নামে অভিহিত। এর অর্থ হলো - পায়ের দিক থেকে এটি উইকেট ভাঙ্গতে সক্ষম। বল পিচে ফেললেই অধিকাংশ ক্ষেত্রে বাঁক নেয়।
 
[[Image:Leg break small.gif|frame|right|200px|লেগ ব্রেক বা লেগ স্পিন বল ছোড়ার চিত্র]]
 
[[বিষয়শ্রেণী:ক্রিকেটে বল ছোড়া]]
[[বিষয়শ্রেণী:ক্রিকেট পরিভাষা]]