শাফিন আহমেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান
১২ নং লাইন:
| associated_acts = [[মাইলস]]<ref name=bangla2000>{{cite web|url=http://www.bangla2000.com/Entertainment/Music/Miles.shtm|title=Band Profile:Miles|accessdate=2012-11-19}}</ref>
}}
'''শাফিন আহমেদ''' ({{lang-en|Shafin Ahmed}}; জন্মঃ ফেব্রুয়ারি ১৪) একজন [[বাংলাদেশী]] সংগীত শিল্পী এবং [[সুরকার]]। তিনি [[মাইলস]] [[ব্যান্ড]] এর একজন সদস্য। তিনি বর্তমানে মাইলস এর [[বেজ গিটারিস্ট]] এবং প্রধান [[গায়ক]]। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে। <ref>http://www.somewhereinblog.net/blog/Kobiokabbo/29701187</ref> শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী [[ফিরোজা বেগম]] এবং বাবা [[সুরকার]] [[কমল দাশগুপ্ত]]। এই পরিবারে জন্ম নেওয়ার কারনে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন [[নজরুল গীতিনজরুলগীতি]] । এরপর বড়ভাই [[হামিন আহমেদ|হামিন আহমেদ-সহ]] [[যুক্ত্রাজ্যইংল্যান্ড|ইংল্যান্ডে]] পড়াশোনার সুবাদে [[পাশ্চাত্য]] সংগীতের সংস্পর্শে এসে [[ব্যান্ড সঙ্গীত]] শুরু করেন এবং [[মাইলস|মাইলস ব্যান্ড]] গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে ''চাঁদ তারা সূর্য'', ''জ্বালা জ্বালা'', ''ফিরিয়ে দাও'' ও ''ফিরে এলেনা'' অন্যতম।<ref>http://www.bbc.co.uk/bengali/in_depth/2010/06/100616_shafin_interview.shtml</ref>
 
==রিদম অব লাইফ==