ঘনাদা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩২ নং লাইন:
ঘনাদার ষষ্ঠ গল্প টুপিতে প্রথম জানা যায় তিনি [[কলকাতা]] শহরে বাহাত্তর নম্বর বনমালি নস্কর লেনের একটি মেসবাসীতে বসবাস করেন<ref name="টুপি">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ১|url=|chapter=টুপি|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১|location=কলকাতা |isbn=81-7215-395-3 |page=৭৪-৮৭|quote=}}</ref> এবং তিনি তাঁর অধিকাংশ গল্প এই মেস বাড়ীতেই বলেছেন। এই মেসবাড়ীর চার বাসিন্দা শিবু, শিশির, গৌর ও গল্পের কথক সুধীর সর্বদা বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা করে ঘনাদাকে ঠকিয়ে বা খুশি করে তাঁর কাছ থেকে কল্পবিজ্ঞান, অভিযান বা ঐতিহাসিক গল্পের বিভিন্ন সব গল্পের সম্ভার শোনার চেষ্টা করতে থাকেন। অধিকাংশ গল্পে নায়ক থাকেন স্বয়ং ঘনাদা। ঘনাদা ধূমপায়ী। মশা গল্পে দেখা যায় তিনি মেসের অন্যান্য বাসিন্দাদের কাছ থেকে সিগারেট ধার করেন<ref name="মশা">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ১|url=|chapter=মশা|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১|location=কলকাতা |isbn=81-7215-395-3 |page=২১-২৯ |quote=}}</ref>, কিন্তু নুড়ি গল্পে জানা যায় তিনি শিশিরের কাছ থেকেই সিগারেট ধার করেন।<ref name="নুড়ি">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ১|url=|chapter=নুড়ি|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১ |location=কলকাতা |isbn=81-7215-395-3 |page=৪৮১-৪৮৮ |quote=}}</ref>
 
== কথক ==
ঘনাদার গল্পগুলিতে গল্পের কথক সুধীর নামের চরিত্র। [[প্রেমেন্দ্র মিত্র]] এই চরিত্রটি প্রথম আঠাশটি গল্পে উত্তম পুরুষ উপস্থাপিত করলেও তাঁর নাম জানা যায়নি। এই সকল গল্পে গল্পের কথক শিবু, শিশির এবং গৌরের মতন বাহাত্তর নম্বর বনমালি নস্কর লেনের বাসিন্দা ছিলেন, শুধু এটুকু জানা গেছিল। কিন্তু 'ধুলো' গল্পে প্রথম তাঁর নাম জানা যায়। ঘনাদা এই গল্পে এই চরিত্রটিকে সুধীর নামে অভিহিত করেন।<ref name="ধুলো">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ২ |url=|chapter=ধুলো|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১ |location=কলকাতা |isbn=81-7756-101-4 |page=২৩-৩৩|quote=}}</ref> এরপর 'কাদা'<ref name="কাদা">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ২ |url=|chapter=কাদা|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১ |location=কলকাতা |isbn=81-7756-101-4 |page=৭৮-৯১|quote=}}</ref>, 'ঘনাদার হিজ্‌ বিজ্‌ বিজ্‌'<ref name="ঘনাদার হিজ্‌ বিজ্‌ বিজ্‌">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ২ |url=|chapter=ঘনাদার হিজ্‌ বিজ্‌ বিজ্‌|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১ |location=কলকাতা |isbn=81-7756-101-4 |page=২৩১-২৬০|quote=}}</ref>, 'ঘনাদার চিঠিপত্র ও মৌ-কা-সা-বি-স'<ref name="ঘনাদার চিঠিপত্র ও মৌ-কা-সা-বি-স">{{Cite book |author=[[প্রেমেন্দ্র মিত্র]]|editor= |title=ঘনাদা সমগ্র ২ |url=|chapter=ঘনাদার চিঠিপত্র ও মৌ-কা-সা-বি-স|publisher=আনন্দ পাবলিশার্স |date=২০১১ |location=কলকাতা |isbn=81-7756-101-4 |page=২৮৭-২৯০|quote=}}</ref> প্রভৃতি গল্পে তাঁর নাম পাওয়া যায়।
 
== সাহিত্যে ==