উইকিপিডিয়া:সালিশ করার আবেদন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
বানান
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
আমি একজন উইকিপিডিয়ান।আমার নিজস্ব এ্যাকাউন্ট নেই। আমি উইকিতে প্রচুর অবদান রাখছি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের মূর্খ আমি বলতে চাই। কারণ তারা শুধু হটক্যাটের মাধ্যমে হালকা অবদান রাখে। কোন পাতার আলোচনা সভায় কোন সমস্যা পেশ করা হলে তারা কোন কথা বলেনা।তারা নিজেদের বিরাট বড় মনে করেন। তারা কি অবদান রাখছে?বাংলা উইকিতে ৬০ভাগের বেশী পাতা অসম্পূর্ণ আছে। ইংরেজি উইকিতে প্রশাসক গণ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে । কিন্তু বাংলাতে সেটা হয়না।আমি ১২জন প্রশাসকের বিচার এবং পদচ্যুত করতে চাই। তারা কোন কাজের নয়। তারা নির্বোধ। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে। বিচার চাই([[Special:Contributions/203.223.95.177|203.223.95.177]] ([[User talk:203.223.95.177|আলাপ]]) ০৫:১৯, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি))
:বাংলা উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা-পয়সা লাগে না। আপনি চাইলে নিজের নামে একটা খুলতে পারেন এবং এটা সুবিধার। এতে আপনার আইপি নম্বর গোপন থাকবে। আমার জানামতে এই পাতা ব্যতীত আর কোথাও [https://bn.wikipedia.org/w/index.php?limit=100&tagfilter=&title=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%3AContributions&contribs=user&target=203.223.95.177&namespace=&tagfilter=&year=2014&month=-1 আপনার অবদান] নেই। যদিও আপনি বলছেন প্রচুর অবদান রেখেছেন! আপনি কোন পাতার আলোচনা সভায় কী সমস্যা পেশ কেরছেন তা আমাকে জানান। আপনার মতে, "বাংলা উইকিতে ৬০ ভাগের বেশী পাতা অসম্পূর্ণ", তো লেগে পড়ুন না। আর কে কী অবদান রাখছে না রাখছে তা নিয়ে না ভেবে নিজে কী অবদান রাখছেন তা নিয়ে ভাবাটাই যুক্তিযুক্ত। আর ইংরেজি উইকির মতো বাংলা উইকিতেও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে আপনার মতের পক্ষে যুক্তি দিন। ভালো থাকবেন। আর আশা করবো এরপর থেকে অ্যাকাউন্ট খুলে সম্পাদনা করবেন। --[[ব্যবহারকারী:Moheen Reeyad|মহীন রীয়াদ]] ([[ব্যবহারকারী আলাপ:Moheen Reeyad|আলাপ]]) ০৭:১৪, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
 
*মহিন আপনি কি ভাবছেন আমি মুর্খ। আমি জানি এক্যাউন্ট খুলতে টাকা লাগে না। এটা ফ্রি। কিন্তু আমার ডিভাইসে সাপোর্ট করছেনা আপনারা শুধু ঘুমাতে জানেন। বুঝেছেন? আপানারা কিসে অবদান রাখছেন। না হেসে পারলাম ইংরেজি উইকিপিডিয়ার মত আপনারা সক্রিয় না। আপনিসহ অনেক সেচ্ছাসেবক কোন কাজ করেননা। আপনার থেকে আমি উইকিপিডিয়া সম্পর্কে ভালো বুঝি। আমি টেনিদা নামক আলাপ পাতায় মন্তব্য করলাম। কীন্তু আপনার প্রশাসক গণ কি করল?আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন। আপানাদের থেকে গাধাদের দায়িত্ব দিলে ভালো হবে। আমাকে মাফ করবেন। আমি কথা বলতে চাইনি আমাকে আপানাদের উইকিপিডিয়ার জন্য বলতে হচ্ছে। আপনারা নিজের দায়িত্বের মান রাখুন। আর প্রতেক্যটা পাতার আলাপের জবাব দেবেন ।ঠিক ইংরেজি উইকিপিডিয়ার মত। যদি খারাপ কথা বলি মাফ করবেন। ভালো থাকবেন আর প্রত্যেক নিবন্ধন উন্নায়ন নিয়ে আগে আলাপ পাতায় আলোচনা করুন সেটা ঠিক আছে কিন্তু। ভালো থাকবেন এবং আমাকে মাফ করবেন।[[Special:Contributions/203.223.94.189|203.223.94.189]] ([[User talk:203.223.94.189|আলাপ]]) ১০:৪৭, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)