ইন্‌ছন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Suvray (আলোচনা | অবদান)
গুরুত্ব
১২০ নং লাইন:
'''ইঞ্চিয়ন''' ([[Korean language|Korean]]: 인천, 仁川 {{IPA-ko|intɕʰʌn}}) [[দক্ষিণ কোরিয়া|দক্ষিণ কোরিয়ার]] প্রধান বন্দর নগরী। এছাড়াও, [[Incheon International Airport|ইঞ্চিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের]] জন্য বিখ্যাত। এ শহরের পূর্ব নাম হচ্ছে চেমাল্পো। [[সিউল]] থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাংশে এ শহরের অবস্থান। আধুনিক নৌ যোগাযোগ সুবিধাদি বিদ্যমান। সিউলের সাথে সড়ক ও রেলপথে সংযুক্ত আছে এ শহরটি। পীত সাগর থেকে উদ্ভূত হ্যান নদী তীরবর্তী এলাকায় এ শহর গড়ে উঠেছে। স্যান ফ্রান্সিস্কো, ওয়াশিংটন, মাদ্রিদ ও তেহরানের সাথে একই অক্ষাংশে অবস্থান করছে।<ref>http://www.incheon.go.kr/icweb/html/web39/039001001.html</ref> সিউল ও [[বুশান|বুশানের]] পর এটি দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম শহর। ২০০৯ সালের হিসেব অনুযায়ী এখানে প্রায় ২.৬ মিলিয়ন অধিবাসী বসবাস করছেন।<ref>http://www.index.go.kr/egams/stts/jsp/potal/stts/PO_STTS_IdxMain.jsp?idx_cd=1007&bbs=INDX_001&clas_div=A</ref> ১৮৮৩ সালে [[Jemulpo|জেমালপো]] বন্দর নির্মাণের সময় এখানে মাত্র ৪,৭০০জন ব্যক্তি বসবাস করতেন। ইঞ্চিয়নে দশটি প্রশাসনিক জেলা রয়েছে। আটটি ওয়ার্ড (গু) ও দুইটি কাউন্টিতে (গান) শহরকে বিভক্ত করা হয়েছে।
 
== গুরুত্ব ==
ইঞ্চিয়ন মেট্রোপলিটন শহরের মর্যাদাপ্রাপ্ত ও কেন্দ্রীয় সরকার কর্তৃক সরাসরি পরিচালিত হয়। প্রদেশের ন্যায় সমান প্রশাসনিক মর্যাদার অধিকারী এ শহরটি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক অঞ্চলে শহর অবস্থান করছে। টেক্সটাইল, রেশম, ধাতব পদার্থ, রেলওয়ের যন্ত্রাংশ, পেট্রোলিয়াম পদার্থ আমদানী ও চাউল, জিনসেং, গম, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও কাগজ রপ্তানী করা হয়। এছাড়াও, জ্বালানী তৈল শোধনাগার, রাসায়নিক পদার্থ উৎপাদন, ইস্পাতের দ্রবাদি সম্পর্কীত কারখানা এ বন্দর নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গত পাঁচশ বছর ধরে স্থানীয় অর্থনীতিতে মৎস্য আহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রীষ্মকালে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এ নগরটি। বন্দর নগরীটি উদ্বোধনের পর থেকেই বহিঃবিশ্বের সাথে সম্পর্ক রক্ষাসহ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছে। এটি আধুনিক কোরিয়ায় শিল্পায়নের প্রধান সূতিকাগাররুপে বিবেচিত। কোরিয়া সরকার আগস্ট, ২০০৩ সালে কোরিয়ার প্রথম মুক্ত অর্থনৈতিক অঞ্চলের মর্যাদা পায়।<ref>[http://100.naver.com/100.nhn?docid=771818 NAVER Dosan EnCyber]</ref> এরপর থেকেই বৃহৎ স্থানীয় প্রতিষ্ঠান ও বৈশ্বিক প্রতিষ্ঠানসমূহ [[Incheon Free Economic Zone|ইঞ্চিয়ন মুক্ত অর্থনৈতিক অঞ্চলে]] ব্যাপকভাবে অর্থ বিনিয়োগ করতে থাকে। তন্মধ্যে [[স্যামসাং]] অন্যতম যারা সঙ্গডো আন্তর্জাতিক শহরে নতুন বিনিয়োগ করেছে।
 
আন্তর্জাতিক নগরী হিসেবে ইঞ্চিয়নে অনেকগুলো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে ইঞ্চিয়ন বৈশ্বিক মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও, ১৯ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ থেকে [[২০১৪ এশিয়ান গেমস|সপ্তদশ]] [[এশিয়ান গেমস|এশিয়ান গেমসের]] স্বাগতিক শহরের মর্যাদা পায়। পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত আন্তর্জাতিক সংস্থা [[Green Climate Fund|গ্রীন ক্লাইমেট ফান্ডের]] সদর দফতর এখানেই অবস্থিত।
 
== তথ্যসূত্র ==
১২৮ ⟶ ১৩১ নং লাইন:
{{Sister project links|voy=Incheon}}
* [http://english.incheon.go.kr Government Website] of Incheon Metropolitan City
*[http://www.incheon.go.kr/ Incheon Metropolitan City homepage]
*[http://www.airport.kr/eng/airport/index.jsp Incheon International Airport]
 
{{Navboxes