বাংলাদেশ প্রিমিয়ার লিগের অধিনায়কগণের তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+তথ্য
+তথ্য
৬ নং লাইন:
 
২০১১ সাল হতে [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল]]-এর অধিনায়ক [[মুশফিকুর রহিম]], অধিনায়ক হিসেবে বিপিএল-এ সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণ করেছেন। বিপিএল-এ খেলা ২৪ ম্যাচের প্রতিটিতেই তিনি অধিনায়ক ছিলেন এবং তাঁর সর্বমোট জয়-পরাজয়ের হার ৬৬.৬৬%। ১০০% জয়-পরাজয়ের হার নিয়ে [[ঢাকা গ্ল্যাডিয়েটরস]]-এর [[মোশারফ হোসেন]] এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়-পরাজয়ের হার রয়েছে। যদিও তিনি মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। যারা অন্তত ১০ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তাদের মধ্যে [[মাশরাফি বিন মর্তুজা]]-এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়-পরাজয়ের হার রয়েছে। ২১ ম্যাচে তাঁর জয়-পরাজয়ের হার ৭৬.১৯%। মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা উভয়েই ১৬ টি করে ম্যাচে অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন। একইভাবে অন্তত ১০টি ম্যাচে অধিনায়কত্ব করা খেলোয়াড়দের মধ্যে [[শাহরিয়ার নাফীস]]-এর বিপিএল-এ সবচেয়ে খারাপ জয়-পরাজয়ের হার রয়েছে। ১৪ ম্যাচে তাঁর জয়-পরাজয়ের হার ২৮.৫৭%। ১০টি করে পরাজয় নিয়ে শাহরিয়ার নাফীস ও [[মাহমুদুল্লাহ|মাহমুদুল্লাহ রিয়াদ]] অধিনায়ক হিসেবে হারের তালিকায় সবার উপরে। শুধুমাত্র [[অলোক কাপালি]], শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম এবং [[লু ভিনসেন্ট]] দুটি দলের হয়ে বিপিএল-এ অধিনায়কত্ব করেছেন। অলোক কাপালি ও লু ভিনসেন্ট উভয়েই [[বরিশাল বার্নার্স]] ও [[সিলেট রয়্যালস]]-এর হয়ে অধিনায়কত্ব করেছেন। শাহরিয়ার নাফীস বরিশাল বার্নার্স ও [[খুলনা রয়েল বেঙ্গলস]]-এর অধিনায়কত্ব করেছেন। অপরদিকে মুশফিকুর রহিম [[দুরন্ত রাজশাহী]] ও সিলেট রয়েলস-কে নেতৃত্ব দিয়েছেন। <ref name= "ESPN"/>
 
[[পিটার ট্রেগো]] অধিনায়ক হিসেবে কোন জয় ছাড়া সবচেয়ে বেশি ম্যাচে অংশ নিয়েছেন। তিনি ৫ ম্যাচে তাঁর দল্কে নেতৃত্ব দেন এবং ৫টিতেই তাঁর দল পরাজিত হয়। ৬ জন খেলোয়াড় সিলেট রয়ালস-কে নেতৃত্ব দিয়েছেন, ৫ জন খেলোয়াড় দুরন্ত রাজশাহী-কে নেতৃত্ব দিয়েছেন, ৪ জন খেলোয়াড় বরিশাল বার্নার্স-কে নেতৃত্ব দিয়েছেন, তিনজন করে খেলোয়াড় চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস এর অধিনায়কত্ব করেছেন এবং ২ জন খেলোয়াড় [[রংপুর রাইডার্স]]-কে নেতৃত্ব দিয়েছেন। অন্তত এক ম্যাচে হলেও অধিনায়কত্ত করা এই ২২ জনের মধ্যে ১৬ জন বাংলাদেশের খেলোয়াড়। বাকি ৬ জনের মাঝে ২ জন শ্রীলঙ্কার এবং ১ জন করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের। <ref name= "ESPN"/>
 
==তথ্যসূত্র==