আলফ্রেদো দি স্তেফানো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''আলফ্রেডো ডি স্টিফানো''' (জন্ম ৪ জুলাই ১৯২৬ - ৭ জুলাই ২০১৪; {{lang-es|Alfredo Di Stéfano}}, {{IPA-es|alˈfɾeðo ði (e)sˈtefano}}) একজন প্রাক্তন [[আর্জেন্টিনা|আর্জেন্টিনীয়]]-স্প্যানিশ ফুটবলার এবং কোচ। তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গণ্য করা হয়। তবে আর্জেন্টাইন হলেও তার মূল পরিচিতি স্প্যানিশ ক্লাব [[রিয়াল মাদ্রিদ|রিয়াল মাদ্রিদের]] খেলোয়াড় হিসেবে।
 
ডি স্টিফানো সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতেন। [[১৯৪৩]] [[আর্জেন্টিনা|আর্জেন্টিনার]] [[রিভারপ্লেট]] ক্লাবে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী এক দশক তিনি আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিভিন্ন ক্লাবে খেলেন। [[১৯৫৩]] সালে রিয়াল মাদ্রিদে আসার পর [[পুশকাস|ফেরেঙ্ক পুসকাসের]] সাথে তার ফরোয়ার্ড লাইনে অনবদ্য জুটি গড়ে উঠে, যা ক্লাবটিকে অনেক সাফল্য এনে দেয়। [[১৯৬৪]] পর্যন্ত রিয়ালের হয়ে তিনি ২৮২টি ম্যাচ খেলে ২১৯টি গোল করেন, যা ক্লাবটির ইতিহাসে তাকে লীগের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করে।