আসাম আন্দোলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: অসম আন্দোলন হচ্ছে ১৯৭৯সন থেকে ১৯৮৫ সনের ভিতরে অবৈধ অনুপ্রবেশ...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
অসম আন্দোলন (ইংরেজি:Assam Movement or Assam Agitation) হচ্ছে ১৯৭৯সন থেকে ১৯৮৫ সনের ভিতরে অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অসমীয়া মানুষের করা আন্দোলন। ইহাকে স্বাধীন ভারতের অন্যতম আন্দোলন হিসেবে গন্য করা হয়েছে। সদৌ অসম ছাত্র সন্থা ও সদৌ অসম গন সংগ্রাম পরিষদ এই আন্দোলনের নেতৃত্ব বহন করেছিল। প্রথম অবস্থায় এই আন্দোলন অহিংসা রুপে আরম্ভ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নেলীর হত্যাকান্ডকে কেন্দ্র করে হিংসাত্মক রুপ ধারন করেছিল। ১৯৮৫ সনে আন্দোলনের নেতা ও ভারত সরকারের মধ্যে হওয়া চুক্তির ফলে অসম আন্দোলন সমাপ্ত হয়েছিল।
চুক্তির পর আন্দোলনে অংশগ্রহনকারী নেতারা একত্রিত হয়ে অসম গন পরিষদ নামক রাজনৈতিক দলের সৃষ্টি করেন। ১৯৮৫ সন ও ১৯৯৬ সনে এই সংখ্যাগরীষ্ঠ লাভ করে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।
==ইতিহাস==