ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩৭ নং লাইন:
==জীবভূগোল==
[[প্যাঞ্জিয়া]] অতিমহাদেশ ভাঙতে শুরু করার আগে ডাইনোসরদের বৈচিত্র্য অপেক্ষাকৃত কম থাকলেও ক্রিটেশিয়াসের শেষভাগে প্যাঞ্জিয়া ভেঙে যাওয়ার পর তারা নানা ভাগে ভাগ হয়ে যায়। একটি সাধারণ প্রজাতির বাসস্থানের মাঝে ভৌগোলিক কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে সেই বাধার দু'পাশে প্রজাতিটির সদস্যদের ভিন্ন প্রকার অভিযোজন হয়ে ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের প্রক্রিয়াকেই [[জীবভূগোল]] বলে। ডাইনোসর বিবর্তনের ক্ষেত্রে জীবভূগোলের প্রয়োগ এখনও পর্যন্ত সীমিত আছে, কারণ [[উত্তর আমেরিকা]]র পূর্বভাগ, [[মাদাগাস্কার]], [[ভারত]], [[অ্যান্টার্কটিকা]] ও [[অস্ট্রেলিয়া]] থেকে যথেষ্ট জীবাশ্ম প্রমাণ সংগ্রহ করা হয়নি। ডাইনোসরের বিবর্তনে জীবভৌগোলিক প্রভাব সম্পর্কে দ্ব্যর্থহীন প্রমাণ এখনও পাওয়া যায়নি<ref name="Sereno"/>, কিন্তু কোনো কোনো গবেষক বিভিন্ন ডাইনোসর পরিবারের উৎপত্তিস্থল চিহ্নিত করেছেন, তাদের পরিযানের একাধিক রাস্তা এবং বিভিন্ন প্রজাতির ভৌগোলিক বিচ্ছিন্নতার সময়সীমা নির্ধারণ করেছেন।
<center><gallery>
File:Blakey 220moll.jpg|২২ কোটি বছর আগে অখণ্ড প্যাঞ্জিয়া
File:Blakey 170moll.jpg|১৭ কোটি বছর আগে প্যাঞ্জিয়ার বিভাজনের সূত্রপাত, উত্তরে লরেশিয়া ও দক্ষিণে গণ্ডোয়ানা
১৪৩ নং লাইন:
File:Blakey 90moll.jpg|৯·৪ কোটি বছর আগে বিভিন্ন মহাদেশ
File:Blakey 65moll.jpg|৬.৫ কোটি বছর আগে ক্রিটেশিয়াস-প্যালিওজিন অবলুপ্তি ঘটনার সময় মহাদেশসমূহ
</gallery></center>
 
জীবভৌগোলিক প্রক্রিয়ার উদাহরণস্বরূপ [[দক্ষিণ আমেরিকা]] এবং [[গন্ডোয়ানা]]র অন্যত্র প্রাপ্ত অ্যাবেলিসরিডদের কথা বলা যায়।