ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮৫ নং লাইন:
 
[[অ্যাঙ্কিলোসর|অ্যাঙ্কিলোসরেদের]] দেহের সুগঠিত ও অত্যন্ত মজবুত বর্ম থেকে সহজেই চেনা যায়। এদের মাথার খুলির হাড়ের ঘনত্ব খুব বেশি হত। বিবর্তনের ধারায় [[অ্যাঙ্কিলোসর|অ্যাঙ্কিলোসরেরা]] দু'টো ভাগে ভাগ হয়েছিল, [[নোডোসরিডি]] ও [[অ্যাঙ্কিলোসরিডি]], যাদের পার্থক্য ছিল মূলতঃ খুলির গড়নে।
 
===অর্নিথোপোডা===
[[অর্নিথোপোডা|অর্নিথোপডরা]] তিনটি প্রধান ভাগে বিভক্ত, যথা [[হেটারোডন্টোসরিডি]], [[হিপসিলোফোডন্টিডি]] এবং [[ইগুয়ানোডন্টিয়া]]।
 
হেটারোডন্টোসরিডরা খুব ছোট হত (দৈর্ঘ্য ১ মিটারের কম) আর এদের সময়কাল ছিল আদি থেকে অন্ত্য জুরাসিক। ''[[অ্যাব্রিকটোসরাস]]'' বাদে প্রত্যেকের উপরের শ্বদন্ত আয়তনে নীচের শ্বদন্তের থেকে ছোট হত। অন্যান্য ডাইনোসরের তুলনায় এদের অগ্রপদ অস্বাভাবিক রকমের লম্বা।
 
হিপসিলোফোডন্টিডরা ১ থেকে ২ মিটার অবধি লম্বা হত। সাত মহাদেশের প্রতিটিতেই এদের জীবাশ্ম পাওয়া গেছে। এদের সময়কাল মধ্য জুরাসিক থেকে অন্ত্য ক্রিটেশিয়াস। এদের প্রাচীনতম জীবাশ্ম হল চীন থেকে প্রাপ্ত ''[[অ্যাজিলিসরাস]]'' । এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ছোট আকারের কাঁধের হাড় বা স্ক্যাপুলা এবং কোমরের অস্থিচক্রে একটি নলাকার উপবৃদ্ধি।
 
ইগুয়ানোডন্টিডরা হল অন্ত্য ক্রিটেশিয়াস স্তর থেকে প্রাপ্ত বিচিত্র কিন্তু জিনগতভাবে নিকটাত্মীয় কয়েকটি প্রজাতির সমষ্টি। এদের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে একাধিক দাঁত জুড়ে গিয়ে সৃষ্ট যৌগিক দাঁত ও আঙুল যুক্ত হাতের তালু<ref>Norman, David B. (2005). Dinosaurs: A Very Short Introduction. Oxford University Press. ISBN 978-0192804198.</ref>। প্রাচীনতম ইগুয়ানোডন্টিড হল ''[[টেনন্টোসরাস]]''। আরও কয়েকটি প্রজাতি হল বিখ্যাত ''[[ইগুয়ানোডন]]'', ''[[ক্যাম্পটোসরাস]]'' এবং ''[[মাটাবারাসরাস]]''।
 
==জীবাশ্ম প্রমাণ==