ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:ডাইনোসরের বিবর্তন.png|thumb|right|450px|ডাইনোসরের বিবর্তনের সরলীকৃত ছক; কেবল প্রধান প্রধান শাখাগুলোকেই দেখানো হয়েছে।]]
'''[[ডাইনোসর|ডাইনোসরেরা]]''' [[ট্রায়াসিক|মধ্য ট্রায়াসিকের]] শেষভাগে [[ল্যাডিনিয়ান]] অধোযুগে, অর্থাৎ ২৩ কোটি ২০ লক্ষ থেকে ২৩ কোটি ৪০ লক্ষ বছর আগে [[আর্কোসর|আর্কোসরদের]] একটি শাখা থেকে বিবর্তিত হয়েছিল। '''ডাইনোসরিয়া''' একটি প্রমাণবহুল [[ক্লেড]] (অর্থাৎ [[জীবাশ্ম]] হিসেবে এদের প্রচুর নিদর্শন রয়েছে)। এদের সাধারণ শনাক্তকরণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে মাথার খুলির পোস্টফ্রন্টাল হাড়ের বিলুপ্তি এবং [[প্রগণ্ডাস্থি|প্রগণ্ডাস্থিতে]] প্রলম্বিত ডেল্টো-পেক্টোরাল উপবৃদ্ধি<ref name="Dinosauria">Weishampel, Dodson & Osmolska, 2004, The Dinosauria</ref>।
 
==আর্কোসর থেকে ডাইনোসর==
[[ডাইনোসরোমর্ফা]] এবং প্রথম [[ডাইনোসর|ডাইনোসরদের]] বিবর্তনের পদ্ধতিটি লক্ষ করা যায় ক্রমান্বয়ে কিছু বিশেষ [[জীবাশ্ম|জীবাশ্মের]] ধরণধারণ পর্যালোচনা করে, যথা- ২৫ কোটি বছরের পুরোনো আদিম [[আর্কোসর]] ''[[প্রোটেরোসুকিডি]]'', ''[[এরিথ্রোসুকিডি]]'' ও ''[[ইউপারকেরিয়া]]''; তারপর ''[[টিসিনোসুকাস]]'' প্রভৃতি ২৩ কোটি ২০ লক্ষ থেকে ২৩ কোটি ৬০ লক্ষ বছর পুরোনো [[মধ্য ট্রায়াসিক]] আর্কোসর<ref>Glut, Donald F. (1997). Dinosaurs: The Encyclopedia. Jefferson, North Carolina: McFarland & Co. p. 40. ISBN 0-89950-917-7</ref>। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, [[কুমির|কুমিরেরাও]] মধ্য-ট্রায়াসিক আর্কোসরদের থেকে বিবর্তিত হয়েছে<ref>Weishampel, Dodsonname="Dinosauria" & Osmolska, 2004, The Dinosauria</ref>।
 
''[[পাখি]] ([[সরিস্কিয়া]]) এবং [[ট্রাইসেরাটপ্‌স|ট্রাইসেরাটপ্‌সের]] ([[অর্নিথিস্কিয়া]]) '''সাম্প্রতিকতম সাধারণ পূর্বপুরুষ''' এবং তাদের সমস্ত বংশধর'' হিসেবে ডাইনোসরদের বর্ণনা দেওয়া যেতে পারে। এই সংজ্ঞা অনুযায়ী [[টেরোসর]] এবং আরও অনেক আর্কোসর প্রজাতি অল্পের জন্য ডাইনোসর পরিসীমার বাইরে থেকে যায়। টেরোসরেরা [[মধ্যজীব মহাযুগ|মেসোজোয়িক মহাযুগের]] প্রধান উড়ন্ত প্রাণী ও পৃথিবীর ইতিহাসে বৃহত্তম উড়ন্ত প্রাণী হিসেবে বিখ্যাত<ref>Rey LV, Holtz, Jr TR (2007). Dinosaurs: the most complete, up-to-date encyclopedia for dinosaur lovers of all ages. New York: Random House. ISBN 0-375-82419-7.</ref>। ''[[স্ক্লেরোমোক্লাস]]'' (২২ কোটি-২২ কোটি ৫০ লক্ষ বছর), ''[[ল্যাগারপেটন]]'' (২৩ কোটি-২৩ কোটি ২০ লক্ষ বছর) ও ''[[মারাসুকাস]]'' (২৩ কোটি-২৩ কোটি ২০ লক্ষ বছর) হল আর্কোসরদের আরও কয়েকটি [[গণ (জীববিদ্যা)|গণ]] যাদের ডাইনোসর বলা যায় না<ref>Sereno, Paul C. and Arcucci, Andrea B. (1994). "Dinosaurian precursors from the Middle Triassic of Argentina: Marasuchus lilloensis gen. nov." Journal of Vertebrate Paleontology 14: 53-73 Chicago, IL Abstract</ref>।
২৩ নং লাইন:
 
==সরিস্কিয়া==
প্রাথমিক নমুনাগুলো বাদ দিলে অবশিষ্ট সরিস্কিয়া প্রজাতিরা দু'টো প্রধান ভাগে বিভক্ত, [[সরোপডোমর্ফা]] এবং [[থেরোপোডা]]<ref>Dave Smith. "The Saurischan Dinosaurs". UCMP. Retrieved 31 July 2011.</ref>। আবার, সরোপডোমর্ফার দু'টি উপবিভাগ হল প্রোসরোপোডা ও সরোপোডা। অন্যদিকে, থেরোপোডার বিবর্তনের গতিমুখ বেশ জটিল। ডাইনোসরদের সম্বন্ধে রচিত অন্যতম উৎকৃষ্ট বই ''দ্য ডাইনোসরিয়া''-তে (২০০৪)<ref>Weishampel, Dodson & Osmolska, 2004, The Dinosauria</ref> থেরোপোডাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন সেরাটোসরিয়া, প্রাথমিক টেটানিউরা, টির‍্যানোসরয়ডিয়া, অর্নিথোমিমোসরিয়া, থেরিজিনোসরয়ডিয়া, ওভির‍্যাপ্টরোসরিয়া, ট্রুডন্টিডি, ড্রোমিওসরিডি এবং প্রাথমিক এভিয়ালা অর্থাৎ পাখিদের পূর্বপুরুষ।পূর্বপুরুষ<ref name="Dinosauria" />। এই সব ক'টা শাখাই থেরোপডদের উৎপত্তির বেশ কিছু সময় পরে তাদের প্রধান গোষ্ঠী থেকে আলাদা হয়। এই বিভাগগুলোর পারস্পরিক সম্পর্কের সম্বন্ধে বিশদে জানতে দেখুন [[ডাইনোসরের শ্রেণীবিন্যাস]]।
 
===সরোপডোমর্ফা===