চার্লস টমসন রিস উইলসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
David Benzam (আলোচনা | অবদান)
+
২৩ নং লাইন:
'''চার্লস টমসন রেস উইলসন''' ([[Order of the Companions of Honour|সিএইচ]]) ([[ফেব্রুয়ারি ১৪]], [[১৮৬৯]] – [[নভেম্বর ১৫]], [[১৯৫৯]]) ছিলেন প্রখ্যাত [[স্কটল্যান্ড|স্কটীয়]] পদার্থবিজ্ঞানী। তিনি বাষ্পকে ঘনীভূত করার মাধ্যমে তড়িতাহিত বস্তুকণার গতিপথকে দৃশ্যমান করার পদ্ধতি আবিষ্কারের কারণে [[১৯২৭]] সালে বিজ্ঞানী [[আর্থার হোলি কম্পটন]]-এর সাথে যৌথভাবে [[পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার]] লাভ করেন।
 
==জীবনী==
তিনি স্কটল্যান্ডের প্যারিশের অন্তর্ভুক্ত গ্লেনকোর্সের মিড্‌লোথিয়ানে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জন উইলসন এবং মা অ্যানি ক্লার্ক হার্পার। [[১৮৭৩]] সালে বাবা মারা যাওয়ার পর তাদের পরিবার [[ম্যানচেস্টার|ম্যানচেস্টারে]] চলে যায়। তিনি [[ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়|ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের]] ওয়েন্‌স কলেজে জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন এবং তার লক্ষ্য ছিল চিকিৎসক হওয়া। এখানে পড়াশোনা শেষে তিনি [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয়|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের]] সিডনি সাসেক্স কলেজে যান পড়াশোনার উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনি [[পদার্থবিজ্ঞান]] এবং [[রসায়ন|রসায়নে]] আগ্রহী হয়ে উঠেন।<ref>{{acad|id=WL888CT|name=Wilson, Charles Thomson Rees}}</ref>
 
তার আগ্রহের মূল বিষয় ছিল [[আবহ-বিজ্ঞান]]। [[১৮৯৩]] সালে তিনি [[মেঘ]] এবং এর বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু করেন। কিছুদিন [[বেন নেভিস|বেন নেভিসের]] একটি মানমন্দিরে কাজ করতেন। এই মানমন্দিরে কাজ করার সময় তিনি মেঘের সংগঠন প্রক্রিয়ার উপর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করতে সমর্থ হন। কেমব্রিজের গবেষণাগারে তিনি এই প্রক্রিয়াটির একটি ক্ষুদ্র সংস্করণ পুনরুৎপাদনের চেষ্টা চালান। একটি আবদ্ধ ধারক পাত্রের মধ্যে আর্দ্র বায়ু প্রবেশ করিয়ে এই পরীক্ষণ চালানো হয়েছিল। মেঘের লেজুড় কিভাবে সৃষ্টি হয় তা নিয়েও তিনি একটি পরীক্ষণ পরিচালনা করেন। [[আয়ন]] এবং [[বিকিরণ|বিকিরণের]] মাধ্যমে মূলত এর সৃষ্টি ইন্ধন পায়। [[১৯২৭]] সালে [[মেঘ চেম্বার]] তৈরির জন্যই তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
৩২ ⟶ ৩৩ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
* ''Asimov's Biographical Encyclopedia of Science and Technology'', Isaac Asimov, 2nd ed., Doubleday & C., Inc., ISBN 0-385-17771-2.