বোলিং (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
Suvray (আলোচনা | অবদান)
শীর্ষস্থানীয় বোলার
১ নং লাইন:
[[চিত্র:Muralitharan bowling to Adam Gilchrist.jpg|thumb|[[মুত্তিয়া মুরালিধরন]] [[অ্যাডাম গিলক্রিস্ট|অ্যাডাম গিলক্রিস্টের]] বিরুদ্ধে বোলিং করছেন]]
'''বোলিং''' [[ক্রিকেট]] খেলারখেলায় ব্যবহৃত একটি [[পরিভাষা]]। [[cricket ball|ক্রিকেট বলকে]] পিচের শেষ প্রান্তে পুতানো [[উইকেট]] বরাবর নিক্ষেপের মাধ্যমে [[ব্যাটসম্যানব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানকে]] পরাস্ত করতে কিংবা [[রান (ক্রিকেট)|রান]] না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একজন [[খেলোয়াড়]] যদি বোলিংরত অবস্থায় থাকেন, তাহলে তিনি '''বোলার''' হিসেবে চিহ্নিত হবেন। স্পেশালিস্ট বোলার পরিভাষাটি সচরাচর শুধুমাত্র বোলিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে তাকে শুধুমাত্র বোলাররূপে অভিহিত করা হয়ে থাকে। একইভাবে স্পেশালিস্ট [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]] পরিভাষাটি শুধুমাত্র ব্যাটিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি একজন বোলার ব্যাটিং এবং বোলিং - উভয় বিভাগেই সমান পারদর্শীতা প্রদর্শন করেন, তাহলে তিনি [[allঅল-rounderরাউন্ডার|অল-রাউন্ডারের]] মর্যাদা পান। [[ম্যালকম মার্শাল]], [[রিচার্ড হ্যাডলি]], [[ক্রেগ ম্যাকডারমট]], [[কপিল দেব]], [[মুত্তিয়া মুরালিধরন]], [[ইমরান খান]] প্রমূখ ক্রিকেটার বিশ্ব ক্রিকেট ইতিহাসে শীর্ষস্থানীয় বোলাররূপে পরিচিত ব্যক্তিত্ব।
 
== বোলিং কৌশল ==
সঠিক বোলিং কলা-কৌশল রপ্ত করার জন্য কনুই বাঁকানোর নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। ব্যাটসম্যানকে লক্ষ্য করে বোলিংয়ের ভঙ্গীমা প্রদর্শনকে [[Delivery (cricket)|বল]] বা [[Delivery (cricket)|ডেলিভারি]] নামে আখ্যায়িত করা হয়। বোলার কর্তৃক সফলভাবে ছয়টি বল ডেলিভারি দেয়াকে [[Over (cricket)|ওভার]] বলে। বোলার এক ওভার বোলিং করলে পরবর্তী ওভার তার দলীয় সঙ্গী পিচের অপর প্রান্ত থেকে বোলিং করে থাকেন। [[Laws of Cricket|ক্রিকেটের আইনে]] কিভাবে একটি বল ডেলিভারি করতে হয়, তার সংজ্ঞা দেয়া আছে।<ref>{{cite web|url=http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-42-fair-and-unfair-play,68,AR.html |title=Laws of Cricket: Law 42 (Fair and unfair play) |publisher=Lords.org |date= |accessdate=2013-01-23}}</ref> যদি কোন কারণে অবৈধভাবে বোলিং করা হয়, তাহলে খেলা পরিচালনাকারী কর্মকর্তা হিসেবে [[আম্পায়ার (ক্রিকেট)|আম্পায়ার]] [[no ball|নো বল]] হিসেবে ঘোষণা করতে পারেন।<ref>{{cite web|url=http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-24-no-ball,50,AR.html |title=Laws of Cricket: Law 24 (No ball) |publisher=Lords.org |date= |accessdate=2013-01-23}}</ref> আবার, ব্যাটিং প্রান্তে অবস্থানরত ব্যাটসম্যানের নাগালের বাইরে দিয়ে বল চলে গেলে আম্পায়ার [[wide (cricket)|ওয়াইড]] ঘোষণা করতে পারেন।<ref>{{cite web|url=http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-25-wide-ball,51,AR.html |title=Laws of Cricket: Law 25 (Wide ball) |publisher=Lords.org |date= |accessdate=2013-01-23}}</ref>
 
== শীর্ষস্থানীয় বোলার ==
=== পুরুষ ===
{{আইসিসি শীর্ষ টেস্ট বোলার}}
{{আইসিসি শীর্ষ ওডিআই বোলার}}
{{আইসিসি শীর্ষ টি২০আই বোলার}}
 
=== মহিলা ===
 
== তথ্যসূত্র ==