আন্তন চেখভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
Robot: sv:Anton Tjechov is a featured article; কসমেটিক পরিবর্তন
Geneditor (আলোচনা | অবদান)
৫২ নং লাইন:
 
=== শিক্ষা ও প্রারম্ভিক সাহিত্যকর্ম ===
 
[[চিত্র:Chekhov with brother 1882.jpg|thumb|ভাই নিকোলাই এর সাথে চেখভ (বামে), ১৮৮২]]
মস্কোতে চলে আসার অল্প কিছুদিন পরেই চেখভ মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং এখানেই তাঁর শিক্ষা গ্রহণ চলে ১৮৭৯ সালের সেপ্টেম্বর থেকে ১৮৮৪ সালের গ্রীষ্ম পর্যন্ত। ঐ গ্রীষ্মে চেখভ ফাইনাল পরীক্ষা দেন। এই সময়ের মধ্যে সাত সদস্যের চেখভ পরিবার কয়েকবার তাদের আবাস বদল করেছে। এবং স্থায়ী আবাসে সবকিছু গুছিয়ে নেয়ার আগের কয়েক মাস তাদেরকে যে অপ্রশস্ত বাসস্থান ও দুর্বিষহ পরিস্থিতিতে বসবাস করতে হয়েছে তা চেখভের পরীক্ষার প্রস্তুতিতে গুরুতর সমস্যার সৃষ্টি করেছিল।
 
৬০ নং লাইন:
এই অর্ধ-পরিহাসমূলক, অর্ধ-অপ্রসন্নতাবোধক ভাব বিদ্যমান ছিল চেখভের শিক্ষাজীবনে লেখা চিঠিগুলোয় এবং এর পরবর্তী সময়ের চিঠিতেও। শুধুমাত্র ঘিঞ্জি পরিবেশ ও দারিদ্র্যের মধ্যে জীবনযাপনই তাঁর লেখালেখির কাজকে বাধাগ্রস্ত করেনি, বরং অনেক সম্পাদকের উপযুক্ত সম্মানী না দেয়ার মতো অসাধু মনোবৃত্তি, লেখার দৈর্ঘ্যের উপর সীমা আরোপও এক্ষেত্রে প্রভাব রেখেছে।<ref>[http://www.my-chekhov.ru/memuars/chekhov.shtml MPČechov: Vokrug Čechova ].</ref> ১৮৮১ সালে একটি সন্ত্রাসবাদী দল [[জার]] দ্বিতীয় আলেকজান্ডারকে গুপ্তহত্যা করলে সরকারের সেন্সর পর্ষদ অত্যন্ত কঠোর অবস্থান নেয় যা চেখভের লেখার কাজ আরও কঠিন করে দেয়। ১৮৮২ সালে চেখভের প্রথম ছোটগল্প সংকলন ''a prank'' স্থগিত হয় এবং ধরে নেয়া হয় যে এটি হারিয়ে গিয়েছে ।<ref>MPGromov:''Trop k Čechovu''.</ref>
 
[[চিত্র:Chekhov with brother 1882.jpg|thumb|left|ভাই নিকোলাই এর সাথে চেখভ (বামে), ১৮৮২]]
মস্কো বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে চেখভকে পুরো পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হয়।.<ref>Wood, 79.</ref> পরিবারকে সাহায্য করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ যোগাড় করার জন্য চেখভ সমসাময়িক রুশ জীবন নিয়ে ছোট ছোট হাস্যরসাত্মক নাটক বা রচনা লিখতেন এবং অলঙ্করণমূলক নকশা আঁকতেন। এই নকশাদার চিত্র এবং হাস্যরসাত্মক লেখার অনেকগুলোই তিনি লিখেছিলেন [[ছদ্মনাম|ছদ্মনামে]]। ''আন্তোশা চেখন্তে'' (Антоша Чехонте) এবং ''রাগহীন মানব'' (Человек без селезенки) হচ্ছে তেমন দুইটি নাম। তাঁর এই চিত্রাঙ্কণ ও বিদ্রুপাত্মক ধাঁচের লেখার জনপ্রিয়তা তাঁকে ক্রমে ক্রমে খ্যাতি এনে দেয় রাশিয়ার সাধারণ নাগরিক জীবনের ব্যাঙ্গাত্মক ইতিবৃত্তকার হিসেবে। ১৯৮২ সালের মধ্যেই খ্যাতনামা প্রকাশক নিকোলাই লেইকিনের পত্রিকা '''অসকোলস্কি'''তে তিনি লিখতে শুরু করেন।<ref name = "Rayfield 91">Rayfield, 91.</ref> এই সময়টাতে চেখভের লেখা গল্প ও অন্যান্য রচনার অন্তর্নিহিত ভাব বা সুর ছিল তাঁর পরিণত সময়ের গল্প উপন্যাসের চেয়ে বেশি রূঢ়।<ref>"There is in these miniatures an arresting potion of cruelty… The wonderfully compassionate Chekhov was yet to mature." [http://books.guardian.co.uk/critics/reviews/0,,489891,00.html ''Vodka miniatures, belching and angry cats''], George Steiner's review of ''The Undiscovered Chekhov'' in ''The Observer'', 13 May 2001.</ref>