পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফো
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট
২৪ নং লাইন:
== ইতিহাস ==
পাকিস্তানে [[Women's cricket|মহিলাদের ক্রিকেট]] খেলার ধারণাটি প্রথমবারের মতো দানা বেঁধে ওঠে ১৯৯৬ সালে। [[Shaiza Khan|শাইজা খান]] ও শারমীন খান - দুই বোন এ ধারণার প্রবর্তনকারী হিসেবে রয়েছেন। এরজন্যে তাদেরকে আদালতের মুখোমুখি হতে হয়। পাশাপাশি তাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত প্রদান করা হয়। কিন্তু পাকিস্তান সরকার তাদের রক্ষণশীল মনোভাবের কারণে ১৯৯৭ সালে [[ভারত জাতীয় মহিলা ক্রিকেট দল|ভারতের]] বিপক্ষে ক্রিকেট খেলার অনুমতি প্রদান করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও, ধর্মীয় কারণে ও জনস্বার্থের কথা বিবেচনায় এনে মহিলাদের কোন খেলায় অংশগ্রহণে বিধি-নিষেধ আরোপ করা হয়।<ref name="content-uk.cricinfo.com">{{cite web | url=http://content-uk.cricinfo.com/ci/content/story/219995.html | title=Bowlers in baggy pants will bat for women's rights | accessdate=23 September 2005}}</ref><ref name="Women defy Pakistan road race ban">{{cite news | url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4566879.stm | title=Women defy Pakistan road race ban | publisher=BBC News | accessdate=23 September 2005 | date=21 May 2005}}</ref>
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
১৯৯৭ সালে পাকিস্তান দল প্রথমবারের মতো [[New Zealand national women's cricket team|নিউজিল্যান্ড]] ও [[Australia national women's cricket team|অস্ট্রেলিয়া দলের]] বিপক্ষে মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণ করে। কিন্তু ঐ সফরের তিনটি একদিনের আন্তর্জাতিকেই দলটি পরাজিত হয়েছিল। এরপর ঐ বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত [[Women's Cricket World Cup|মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে]] অংশগ্রহণের জন্য দলটিকে আমন্ত্রণ জানানো হয়। প্রতিযোগিতার পাঁচটি খেলাতেই তারা হেরে যায় ও ১১দলের অংশগ্রহণে বিশ্বকাপ ক্রিকেটে সর্বশেষ স্থান দখল করে। পরের বছর শ্রীলঙ্কা সফরে তিনটি ওডিআই এবং একমাত্র টেস্ট খেলায় অংশগ্রহণ করলেও পরাজিত হয়।
 
== তথ্যসূত্র ==