ব্যবহারকারী:আশিক/খেলাঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আশিক (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
আশিক (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১১৯ নং লাইন:
 
[[File:Lebedev baptism.jpg|left|thumb|''The [[Baptism of Kievans]]'', by [[Klavdy Lebedev]]]]
কিয়েভান রাশের শাসনকারী রুরিক বংশের অন্তর্বর্তীকালীন সংঘর্ষ সামন্তবাদ ও বিকেন্দ্রীকরণের যুগ বলে পরিচিত। কিয়েভের কর্তৃত্ব হ্রাসের ফলে দক্ষিণ পূর্বে ভ্লাদিমির-সুজদাল, দক্ষিণ পশ্চিমে নভোগোরদ ও উত্তর পশ্চিমে গ্যালিসিয়া-ভ্যালিনিয়া শক্তিশালী হয়ে ওঠে। ১২৩৭-১২৪০ খ্রিস্টাব্দের মঙ্গোলদের আক্রমণের ফলে কিয়েভান রাশ খণ্ডিত হয়ে যায় এবং কিয়েভ ধ্বংস হয়ে যায় ও এর অর্ধেক জনগন মৃত্যুবরণ করে। আক্রমণকারী মঙ্গোলরা অন্যান্য তুর্কী জাতিদের সাথে একত্র হয়ে তাতার নামে একটি জাতি গঠন করে এবং স্টেট অফ দি গোল্ডেন হোরড নামে একটি রাজ্য গঠন করে যেটা রাশিয়ান আধিপত্যকে কমিয়ে দেয়। মঙ্গোলরা দুই শতাব্দীরও বেশী সময় ধরে কিউমান-কিপচাক কনফেডারেশন এবং ভলগা বুলগেরিয়া (বর্তমানে দক্ষিণ ও প্রধান রাশিয়ান অঞ্চল) শাসন করে। একদিকে গ্যালিসিয়া-ভ্যালিনিয়া পোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথের সাথে সম্পৃক্ত হয় ও অপরদিকে মঙ্গোলশাসিত ভ্লাদিমির-সুজদাল এবং নভোগোরদ রিপাবলিক কিয়েভের সাথে একত্র হয়ে আধুনিক রাশিয়ার ভিত্তি স্থাপন করে। নভোগোরদ ও পিস্কভ কিছুটা স্বায়ত্তশাসন বজায় রাখে। অবশিষ্ট অংশে মঙ্গোলরা তীব্র নৃশংসতার পরিচয় দেয়। ১২৪০ সালে নেভার যুদ্ধে প্রিন্স অ্যালেক্সান্ডার নেভস্কির নেতৃত্বে নভোগোরদিয়ানরা আক্রমণরত সুইডিশদের নিরস্ত্র করে। পাশাপাশি ১২৪২ সালে আইসের যুদ্ধে জার্মান ক্রুসেডারদের পরাজিত করে ও তাদের দক্ষিণ রাশকে উপিনিবেশ করার স্বপ্ন ধূলিসাৎ করে দেয়।
 
===মস্কোর গ্র্যান্ড ডিউকের শাসনামল===
[[File:Lissner TroiceSergievaLavr.jpg|thumb|[[Sergius of Radonezh]] blessing [[Dmitry Donskoy]] in [[Trinity Sergius Lavra]], before the [[Battle of Kulikovo]], depicted in a painting by [[Ernst Lissner]]]]
 
কিয়েভান রাশের সবচেয়ে শক্তিশালী উত্তরাধিকারী ছিল মস্কোর গ্র্যান্ড ডিউক (পশ্চিমাবিশ্বে মস্কভি নামে পরিচিত) যেটা ছিল ভ্লাদিমির-সুজদালের জমিদারির একটি অংশ। মঙ্গল-তাতারদের শাসনে এবং তাদের পরোক্ষ সমর্থনে মস্কো ১৪শ শতকের প্রথম ভাগে মধ্য রাশে প্রভাব বিস্তার করা শুরু করে। পরবর্তীতে মস্কো রাশ একত্রীকরণ ও সম্প্রসারণের মাধ্যমে একটি প্রধান শক্তি হিসেবে গড়ে ওঠে। বারবার মঙ্গল-তাতারদের আক্রমণের জন্য ও কৃষিক্ষেত্রে সাময়িক বরফ যুগের আবির্ভাবের ফলে এসময়টা খুব কঠিন ছিল মস্কোবাসীদের জন্য। ইউরোপের বাকি অংশের মতো রাশিয়াতেও ১৩৫০ থেকে ১৪৯০ সালের মধ্যে পাঁচ থেকে ছয় বছর প্লেগের প্রকোপ দেখা গিয়েছিল। যাইহোক কম জনসংখ্যা ঘনত্ব, ভালো স্বাস্থ্যবিধি (বন্যা, স্টিম বাথ) প্রভৃতি কারনে পশ্চিম ইউরোপের অন্যান্য অংশের মতো রাশিয়াতে মৃত্যুর পরিমান অনেক কম ছিল। ১৫০০ সালের মধ্যে জনসংখ্যার পরিমান আগের প্লেগের পূর্ববর্তী জনগণের সমান হয়ে যায়।
প্রিন্স দন্সকি নেতৃত্বে ও রাশিয়ান অর্থোডক্স চার্চ কতৃক সরবরাহকৃত মিলিত সৈন্যবাহিনী ১৩৮০ সালে কুলিকোভের যুদ্ধে মঙ্গোল-তাতারদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় লাভ করে। মস্কো ধীরে ধীরে অন্যান্য অংশগুলিতে প্রভাব বিস্তার করা শুরু করে বিশেষ করে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজ্য তভের নভোগোরদ অঞ্চলে।
সবশেষে তৃতীয় ইভান (দি গ্রেট) গোল্ডেন হোরড এর শাসন ছেড়ে দিয়ে সংকুচিত মধ্য ও উত্তর রাশকে মস্কোর অধীনে নিয়ে যান এবং গ্র্যান্ড ডিউক অফ অল দি রাশিয়াস উপাধি ধারণ করেন। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপলের পতনের পর মস্কো পূর্ব রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী দাবি করে। তৃতীয় ইভান একাদশ কনস্টান্টিনের ভাতিজী সোফিয়া পালাইওলজিনাকে বিয়ে করেন ও বাইজান্টাইন দুই মাথাযুক্ত ঈগল নিজের এবং পরবর্তীতে রাশিয়ার প্রতীক হিসেবে প্রচলন করেন।
 
===রাশিয়ান জারতন্ত্র===
[[File:Ivan the Terrible (cropped).JPG|thumb|upright|right|Tsar [[Ivan the Terrible]] by [[Victor Vasnetsov]]]]
[[তৃতীয় রোমের]] উন্নয়নকালে দি গ্র্যান্ড ডিউক চতুর্থ ইভান (দি টেরিবল) ১৫৪৭ সালে রাশিয়ার প্রথম জার ([[সিজার]]) নির্বাচিত হন। জার নির্বাচিত হয়ে একটি নতুন আইন (সুবেদনিক অফ ১৫৫০) প্রণয়ন করেন এবং প্রধান প্রশাসনিক ভবনে (জেমস্কি সবোর) সমাজতান্ত্রিক প্রথা চালু করার জন্য আদেশ দেন। এর ফলে রাশিয়ার গ্রামাঞ্চলে স্ব-ব্যবস্থাপনা চালু হয়।
তার দীর্ঘ শাসনের সময় তিনি বিশাল রাশিয়ার আয়তন প্রায় দ্বিগুণ করেন তিনটি প্রধান তাতার অঞ্চল (ভগ্ন গোল্ডেন হোরডের বৃহত্তম অংশ) দখলের মাধ্যমে। এই অঞ্চলগুলি হল কাযান, ভলগা নদী বরাবর এস্ত্রাখান এবং দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ায় অবস্থিত সাইবেরিয়ান অঞ্চল। ষোড়শ শতকের শেষের দিকের মধ্যে রাশিয়া বহুজাতিক, বহুসাম্প্রদায়িক ও আন্তমহাদেশীয় রাষ্ট্র হিসেবে রুপান্তরিত হয়।
তবে জারতন্ত্র পোল্যান্ড, লিথুয়ানিয়া ও সুইডেনের সাথে দীর্ঘ ও অসফল লিভোনিয়ান যুদ্ধে যুক্ত থাকার জন্য দুর্বল হয়ে পড়েছিল। এই যুদ্ধ বাল্টিক সাগরের সীমানা ও সামুদ্রিক বাণিজ্যের প্রবেশাধিকারের কারনে সংগঠিত হয়েছিল। একই সময়ে গোল্ডেন হোরডের একমাত্র উত্তরাধিকারী ক্রিমিয়ার তাতাররা দক্ষিণ রাশিয়ায় আক্রমণ অব্যাহত রাখে। ভলগা অঞ্চলে কতৃত্ত প্রতিষ্ঠার জন্য ক্রিমিয়া ও তাদের অটোমান জোটের সমন্বিত প্রচেষ্টায় মধ্য রাশিয়ায় আক্রমণ অব্যাহত থাকে ও এর ফলশ্রুতিতে ১৫৭১ সালে মস্কোর কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে আসে। কিন্তু পরের বছর রাশিয়ার একটি বিশাল বড় সৈন্যবাহিনী মোলোদির যুদ্ধে তাদেরকে পরাজিত করে এবং ক্রিমিয়া-অটোমান সম্প্রসারণ চিরতরে নির্মূল করে।