ব্যবহারকারী:আশিক/খেলাঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আশিক (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
আশিক (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১১৪ নং লাইন:
===কিয়েভান রাশ===
[[File:Kievan Rus en.jpg|thumb|Kievan Rus' in the 11th century]]
নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত ইস্ট স্লাভদের রাজ্যের ইতিহাস ভারাঞ্জিয়ানদের আগমনের সাথে মিলে যায় যারা মূলত ছিল বাল্টিক সাগরের অঞ্চল থেকে আসা বণিক, যোদ্ধা ও ঔপনিবেশিক। প্রাথমিকভাবে তারা ছিল স্ক্যান্ডেনেভিয়ান ভাইকিংস যারা পূর্ব বাল্টিক সাগর থেকে কাস্পিয়ান ও ব্ল্যাক সি পর্যন্ত জলপথ বরাবর রাজ্য প্রসারিত করেছিলো। পূর্ববর্তী ইতিহাস থেকে জানা যায় যে ৮৬২ সালে নভোগোরদের শাসক হিসেবে রাশদের ভিতরে রুরিক নামে একজন নির্বাচিত হয়েছিল। ৮৮২ সালে তার উত্তরাধিকারীরা অলেগ দক্ষিণদিকে যান ও কিয়েভ জয় করেন যা পূর্বে খাজারকে কিয়েভান রাশ নামে রাজস্ব হিসেবে দেওয়া হয়েছিল। পরবর্তীতে অলেগ, রুরিকের পুত্র ইগর ও ইগরের পুত্র ভিয়াতস্লাভ স্থানীয় ইস্ট স্লাভদের দমন করে কিয়েভান শাসনের অন্তর্ভুক্ত করেন। তারা খাজার খাগানাত জাতিকে ধ্বংস করেন ও বাইজান্টাইন ও পারস্য সামরিক অভিযান পরিচালনা করেন। দশম থেকে একাদশ শতাব্দীর ভিতর কিয়েভান রাশ ইউরোপের সবচেয়ে বড় ও সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে ওঠে। ভ্লাদিমির দি গ্রেট (শাসনকাল ৯৮০-১০১৫) ও তার পুত্র বিজ্ঞ ইয়ারস্লাভ (শাসনকাল ১০১৯-১০৫৪) এর শাসনামলটি কিয়েভের স্বর্ণযুগ বলা হয়। এসময়ে গোঁড়া খ্রিস্টান নীতি চালু হয় ও ইস্ট স্লাভ কতৃক লিখিত প্রথম বিধিবদ্ধ আইন দি রুস্কায়া প্রাভদা তৈরি করা হয়। ১১ ও ১২ শতকের দিকে যাযাবর তুর্কী গোত্র যেমন কিপচাক্স ও পিচেনিগস বারবার আক্রমন করে। এর ফলে বিপুল সংখ্যক স্লাভিক জনগন জালিসি নামে দক্ষিণের নিরাপদ ও তীব্র জঙ্গলাকীর্ণ অঞ্চলে চলে যায়।
 
[[File:Lebedev baptism.jpg|left|thumb|''The [[Baptism of Kievans]]'', by [[Klavdy Lebedev]]]]
কিয়েভান রাশের শাসনকারী রুরিক বংশের অন্তর্বর্তীকালীন সংঘর্ষ সামন্তবাদ ও বিকেন্দ্রীকরণের যুগ বলে পরিচিত। কিয়েভের কর্তৃত্ব হ্রাসের ফলে দক্ষিণ পূর্বে ভ্লাদিমির-সুজদাল, দক্ষিণ পশ্চিমে নভোগোরদ ও উত্তর পশ্চিমে গ্যালিসিয়া-ভ্যালিনিয়া শক্তিশালী হয়ে ওঠে। ১২৩৭-১২৪০ খ্রিস্টাব্দের মঙ্গোলদের আক্রমণের ফলে কিয়েভান রাশ খণ্ডিত হয়ে যায় এবং কিয়েভ ধ্বংস হয়ে যায় ও এর অর্ধেক জনগন মৃত্যুবরণ করে। আক্রমণকারী মঙ্গোলরা অন্যান্য তুর্কী জাতিদের সাথে একত্র হয়ে তাতার নামে একটি জাতি গঠন করে এবং স্টেট অফ দি গোল্ডেন হোরড নামে একটি রাজ্য গঠন করে। একদিকে গ্যালিসিয়া-ভ্যালিনিয়া পোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথের সাথে সম্পৃক্ত হয় ও অপরদিকে মঙ্গোলশাসিত ভ্লাদিমির-সুজদাল এবং নভোগোরদ রিপাবলিক কিয়েভের সাথে একত্র হয়ে আধুনিক রাশিয়ার ভিত্তি স্থাপন করে।