নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+ 6টি বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে
Suvray (আলোচনা | অবদান)
রেকর্ডসমূহ
৪০ নং লাইন:
| source = http://www.cricinfo.com/southafrica/content/ground/59068.html ক্রিকইনফো
}}
'''নিউল্যান্ডস ক্রিকেট মাঠ''' [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকার]] কেপ টাউনে অবস্থিত একটি [[ক্রিকেট মাঠ।মাঠ]]। [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের]] অন্যতম [[স্টেডিয়াম]] হিসেবে এর বিশেষ পরিচিতি রয়েছে। ১৮৮৯ সালে সর্বপ্রথম [[টেস্ট ক্রিকেট]] এবং ১৯৯২ সালে সর্বপ্রথম [[একদিনের আন্তর্জাতিক]] [[ক্রিকেট]] খেলা অনুষ্ঠিত হয়। মার্চ, ২০১৪ সাল পর্যন্ত ৫১টি টেস্ট ম্যাচসহ ৩৫টি একদিনের আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এটি [[কোপ কোবরাজ]] দলের অনুশীলনের মাঠ হিসেবে ব্যবহৃত হয় যেখানে [[সানফয়েল সিরিজ]], মোমেনটাম ওয়ানডে কাপ এবং র‌্যামস্ল্যাম প্রো২০ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ২৫,০০০ দর্শক ধারন ক্ষমতাসম্পন্ন নিউল্যান্ডসকে বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট মাঠ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও নিউল্যান্ডস স্টেডিয়ামে রাগবি ইউনিয়ন ও [[ফুটবল]] খেলার আসর বসে।
 
মাঠটির সাথে বাণিজ্যিকভাবে চুক্তিবদ্ধ হওয়ায় তা '''সাহারা পার্ক নিউল্যান্ডস''' নামে পরিচিত। কিন্তু, দক্ষিণ আফ্রিকাসহ ক্রিকেট সমর্থকদের কাছে এর ঐতিহাসিক নাম '''নিউল্যান্ডস''' নামেই সমধিক পরিচিতি পেয়ে আসছে।
৪৬ নং লাইন:
== ইতিহাস ==
১৮৪৫ সালে জ্যাকব লেটারস্টেট নামীয় ব্যক্তি তাঁর কন্যা লিডিয়া কোরিনাকে ভিকম্পটে ডি মন্টমর্টের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবার সময় উপহার হিসেবে প্রদান করেন। ১৮৮৭ সালে ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট ক্লাব পঁচিশ বছর মেয়াদে ৫০ পাউন্ডের বিনিময়ে লীজ নেয়। ১৮৮৮ সালে ক্লাবটি চুক্তিতে আবদ্ধ হয় ও অর্থমূল্য ১০০ পাউন্ডে বৃদ্ধি পেয়ে ভাড়া নেয়। ক্লাবের আজীবন সদস্যগণ প্রত্যেকেই ব্যয় নির্বাহের জন্য ২৫ পাউন্ড প্রদান করেন ও প্যাভিলিয়ন নির্মাণে আরও ৩৫০ পাউন্ড দানের মাধ্যমে সংগ্রহ করে।<ref name="history_of_newlands">{{cite web | url=http://images.supersport.com/HISTORY-OF-NEWLANDS.doc | title=History of Newlands | publisher=Supersport | accessdate=4 January 2013}}</ref>
 
== রেকর্ডসমূহ ==
১৮৮৯ সালে ইংল্যান্ডের [[ববি এবেল]] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের সেঞ্চুরিটি ছিল এ মাঠের সর্বপ্রথম সেঞ্চুরি। ব্যাটসম্যানেরা এ মাঠে ৮৪টি টেস্ট সেঞ্চুরি করতে পেরেছেন। তন্মধ্যে ২০০৬ সালে নিউজিল্যান্ডের [[স্টিফেন ফ্লেমিং|স্টিফেন ফ্লেমিংয়ের]] ৪২৩ বলে করা ২৬২ রান সবচেয়ে বেশী রানের স্বীকৃতি পেয়েছে। এছাড়াও হার্শেল গিবসের ২২৮ ও গ্রেইম পোলকের ২০৯ রান উল্লেখযোগ্য। [[জ্যাক ক্যালিস]] সবচেয়ে বেশী নয়টি সেঞ্চুরি করেছেন।
 
এ মাঠে একদিনের আন্তর্জাতিকে প্রথম সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের [[রজার টোজ]]। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রান করেছিলেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার বাইরে [[ব্রায়ান লারা]] ও [[সৌরভ গাঙ্গুলী]] এ কীর্তিগাথা রচনা করেছেন। ২০০১ সালে কেনিয়ার বিপক্ষে [[নিল ম্যাকেঞ্জি]] অপরাজিত ১৩১* রান করেছেন ১২১ বলে যা সর্বোচ্চ রান হিসেবে স্বীকৃত। একমাত্র ব্যাটসম্যান হিসেবে [[হার্সেল গিবস]] সবেচেয়ে বেশী ২টি সেঞ্চুরি করেছেন।
 
== তথ্যসূত্র ==