বোলিং (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
[[Fileচিত্র:Muralitharan bowling to Adam Gilchrist.jpg|thumb|[[মুত্তিয়া মুরালিধরন]] [[অ্যাডাম গিলক্রিস্ট|অ্যাডাম গিলক্রিস্টের]] বিরুদ্ধে বোলিং করছেন]]
'''বোলিং''' [[ক্রিকেট]] খেলার একটি [[পরিভাষা]]। [[cricket ball|ক্রিকেট বলকে]] পিচের শেষ প্রান্তে পুতানো [[উইকেট]] বরাবর নিক্ষেপের মাধ্যমে [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানকে]] পরাস্ত করতে কিংবা [[রান (ক্রিকেট)|রান]] না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একজন [[খেলোয়াড়]] যদি বোলিংরত অবস্থায় থাকেন, তাহলে তিনি '''বোলার''' হিসেবে চিহ্নিত হবেন। স্পেশালিস্ট বোলার পরিভাষাটি সচরাচর শুধুমাত্র বোলিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে তাকে শুধুমাত্র বোলাররূপে অভিহিত করা হয়ে থাকে। একইভাবে স্পেশালিস্ট [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]] পরিভাষাটি শুধুমাত্র ব্যাটিংয়ে পারদর্শী খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি একজন বোলার ব্যাটিং এবং বোলিং - উভয় বিভাগেই সমান পারদর্শীতা প্রদর্শন করেন, তাহলে তিনি [[all-rounder|অল-রাউন্ডারের]] মর্যাদা পান। [[ম্যালকম মার্শাল]], [[রিচার্ড হ্যাডলি]], [[ক্রেগ ম্যাকডারমট]], [[কপিল দেব]], [[মুত্তিয়া মুরালিধরন]], [[ইমরান খান]] প্রমূখ ক্রিকেটার বিশ্ব ক্রিকেট ইতিহাসে শীর্ষস্থানীয় বোলাররূপে পরিচিত ব্যক্তিত্ব।