কুন-দ্গা'-লেগ্স-পা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:তিব্বতীয় শাসক অপসারণ হটক্যাটের মাধ্যমে
NahidSultanBot (আলোচনা | অবদান)
removing category per CFD using AWB
২ নং লাইন:
==পরিবার==
কুন-দ্গা'-লেগ্স-পা [[ফাগ-মো-গ্রু-পা রাজবংশ|ফাগ-মো-গ্রু-পা রাজবংশের]] ষষ্ঠ রাজা [[গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান|গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের]] ভ্রাতা [[সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান|সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শানের]] পুত্র ছিলেন। [[সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান]] [[রিং-স্পুংস-পা]] নামক [[গ্ত্সাং]] অঞ্চলের রিং-স্পুংস এলাকার এক আঞ্চলিক জমিদার পরিবারের দুইজন মহিলাকে বিবাহ করেন এবং তাঁদের [[গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস]] এবং কুন-দ্গা'-লেগ্স-পা নামক দুই পুত্রের জন্ম হয়।
 
==সিংহাসনারোহণ==
[[গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস|গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাসের]] রাজত্বকালে [[ফাগ-মো-গ্রু-পা রাজবংশ|ফাগ-মো-গ্রু-পা রাজবংশের]] কেন্দ্রীয় শাসনব্যবস্থা ভেঙ্গে পড়ে ও [[রিং-স্পুংস-পা]] পরিবারের প্রধান [[নোর-বু-ব্জাং-পো]] পশ্চিম মধ্য তিব্বতের [[গ্ত্সাং]] অঞ্চল অধিকার করে নেন। ১৪৪৫ খ্রিষ্টাব্দে [[গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস|গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাসের]] মৃত্যু হলে উপযুক্ত বয়স না হওয়ার কারণে পরের তিন বছর পর কুন-দ্গা'-লেগ্স-পা সিংহাসনে বসেন। তিনি [[দ্বুস]] অঞ্চলে [[নেদোং]] প্রাসাদে বসবাস করতেন।<ref name="Tsepon W.D. Shakabpa 1967, p. 87">Tsepon W.D. Shakabpa, ''Tibet. A Political History''. Yale 1967, p. 87.</ref> তিব্বতী বর্ণনানুসারে, ১৪৫৭ খ্রিষ্টাব্দে কুন-দ্গা'-লেগ্স-পার পিতা [[সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান|সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শানের]] মৃত্যু হয়। কিন্তু [[মিংশি]] গ্রন্থে কুন-দ্গা'-লেগ্স-পার অভিষেক সম্বন্ধে ভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে। এই গ্রন্থানুসারে, [[গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস|গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাসের]] মৃত্যুর পর তাঁর পিতা সাঙ্গেরজিয়ে জিয়ানজান বা চাংবু ([[সাংস-র্গ্যাস-র্গ্যাল-ম্ত্শান]]) ১৪৬৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তাঁর মৃত্যুর পর [[মিং সাম্রাজ্য|মিং সম্রাটের]] আদেশে সাঙ্গেরজিয়ে জিয়ানজান বা চাংবুর পুত্র গোংগে লিয়েসিবা ঝোংনাই লিংঝান বের চাংবু (কুন-দ্গা'-লেগ্স-পা) সিংহাসনে আরোহণ করেন।<ref>Giuseppe Tucci, ''Tibetan Painted Scrolls''. Rome 1949, p. 693.</ref>
 
==রিং-স্পুংস-পার সাথে বিরোধ==
কুন-দ্গা'-লেগ্স-পা [[গ্ত্সাং]] অঞ্চলে ভ্রমণে গেলে [[রিং-স্পুংস-পা]] প্রধান [[নোর-বু-ব্জাং-পো]] তাঁকে স্বাগত জানালেও কুন-দ্গা'-লেগ্স-পা তাঁর প্রতি ব্যবহারে সন্তুষ্ট ছিলেন না। তিনি [[রিং-স্পুংস-পা]] বংশের এক মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তিনি এই বিবাহে সুখী ছিলেন না। [[নোর-বু-ব্জাং-পো]]র পৌত্র [[দোন-য়োদ-র্দো-র্জে]] [[লাসা]] শহরের অদূরে [[ফাগ-মো-গ্রু-পা রাজবংশ|ফাগ-মো-গ্রু-পা রাজবংশের]] অধিকৃত এলাকায় [[কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ]] ধর্মসম্প্রদায়ের জন্য বৌদ্ধবিহার স্থাপনের চেষ্টা করলে, [[দ্গে-লুগ্স]] ধর্মসম্প্রদায়ের বৌদ্ধরা [[কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ]] ধর্মসম্প্রদায়ের সপ্তম [[র্গ্যাল-বা-কার্মা-পা]] [[ছোস-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শো]]কে প্রায় হত্যা করেই ফেলেছিলেন। অবশেষে ১৪৮০ খ্রিষ্টাব্দে [[দোন-য়োদ-র্দো-র্জে]] [[ফাগ-মো-গ্রু-পা রাজবংশ|ফাগ-মো-গ্রু-পা রাজবংশের]] অধিকৃত বেশ কিছু এলাকা দখল করে নেন এবং পরের বছর আবার আক্রমণ করে ব্যর্থ হন। ঐ বছর রাজ্যের মন্ত্রীরা কুন-দ্গা'-লেগ্স-পাকে নির্বাসনে পাঠিয়ে দেন। দুই বছর পরে তাঁর মৃত্যু হয়।<ref> name="Tsepon W.D. Shakabpa, ''Tibet. A Political History''. Yale 1967, p. 87.<"/ref>
 
==তথ্যসূত্র==
১৫ নং লাইন:
{{s-start}}
{{succession box| before=[[গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস]]
| title=[[কুন-দ্গা'-লেগ্স-পা]]<br />অষ্টম [[ফাগ-মো-গ্রু-পা রাজবংশ|ফাগ-মো-গ্রু-পা শাসক]]<br />(১৪৪৮-১৪৮১)
| after=[[ঙ্গাগ-গি-দ্বাং-পো]]| years=}}
{{s-end}}