সমুদ্র গুপ্ত (কবি): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২ নং লাইন:
'''সমুদ্র গুপ্ত''' ([[২৩শে জুন]], [[১৯৪৬]], [[হাসিল]], [[সিরাজগঞ্জ]] — [[১৯শে জুলাই]], [[২০০৮]], [[বেঙ্গালুরু]], [[ভারত]]) একজন [[বাংলাদেশ|বাংলাদেশী]] কলামিস্ট, কবি ও লেখক। সমুদ্র গুপ্ত তাঁর ছদ্মনাম; তিনি ষাটের দশকের মাঝামাঝি থেকে এই ছদ্মনামে কবিতা, গল্প, সমালোচনা প্রবন্ধ, নিবন্ধ, কলাম ইত্যাদি লিখে আসছেন। তাঁর প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান বাদশা।
 
== কর্মজীবন ==
বিভিন্ন পেশায় সমুদ্র গুপ্তের জীবন কেটেছে। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ছিলেন প্রেসের কমর্চারী, করাতকলের ম্যানেজার, জুটমিলের বদলি শ্রমিক, উন্নয়ন সংগঠনের নিবাহী, ওষুধ ও চিকিৎসা ব্যবসা, প্রুফ রিডার, সাংবাদিকতা, কবি ও পেশাদার লেখক।
 
== প্রকাশিত ==
=== কাব্যগ্রন্থ ===
* ''রোদ ঝলসানো মুখ''
* ''স্বপ্নমঙ্গল কাব্য''
* ''এখনো উত্থান আছে''
* ''চোখে চোখ রাখে''
* ''একাকী রৌদ্রের দিকে''
* ''শেকড়ের শোকে''
* ''ঘাসপাতার ছুরি''
* ''সাত সমুদ্র নদীও বাড়িতে ফেরে''
* ''ছড়িয়ে ছিনিয়ে সেই পথ''
* ''চলো এবার গাছে উঠি''
* ''হাতে হাতে তুলে নিলে এই বাংলার মাটি রক্তে ভিজে যায়''
* ''তাহলে উঠে দাড়াবো না কেন''
* ''খালি হয়ে গেছে মাথা শুধু ওড়ে''
 
=== নিবন্ধ গ্রন্থ ===
''ডিসেম্বরের রচনা (শত্রুতা চিহ্নিতকরণ ও শত্রুতা বিকাশ প্রকল্প)''
 
=== সম্পাদনা গ্রন্থ ===
''বাংলাদেশে বঙ্কিম''
 
=== অন্যান্য ===
[[হিন্দি ভাষা|হিন্দি]], [[উর্দু ভাষা|উর্দু]], [[অসমীয়া ভাষা|অসমীয়া]], [[নেপালি ভাষা|নেপালি]], [[সিংহলি ভাষা|সিংহলি]], [[ফরাসি ভাষা|ফরাসি]], [[ইংরেজি ভাষা|ইংরেজি]], [[নরওয়েজীয় ভাষা|নরওয়েজীয়]], [[চীনা ভাষা|চীনা]] ও [[জাপানি ভাষা|জাপানি ভাষায়]] সমুদ্র গুপ্তের বহু কবিতা অনুদিত ও প্রকাশিত হয়েছে।
 
== পুরস্কার ==
কবিতার জন্য হুমায়ুন কবির পুরস্কার, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, কবি বিষ্ণু দে পুরস্কার (ভারত)। ভারতের ত্রিপুরা সরদার প্রদত্ত ভাষা দিবসসহ অসংখ্য সম্মাননা সংবর্ধনায় ভূষিত হয়েছেন কবি সমুদ্র গুপ্ত।
 
== বহিঃসংযোগ ==
* [http://www.bangla2000.com/Columns/Samudra_Gupt.shtm সমুদ্র গুপ্তের কলাম]